Vinesh Phogat: ভীনেশ ফোগটকে বাতিলের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইওএ - সংসদে জানালেন ক্রীড়ামন্ত্রী

People's Reporter: এদিনই প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনাল ম্যাচের আগে বেশি ওজনের কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয় ভারতীয় কুস্তিগির ফোগটকে।
ভীনেশ ফোগটের ঘটনায় সংসদে বিবৃতি দিচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডব্য
ভীনেশ ফোগটের ঘটনায় সংসদে বিবৃতি দিচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডব্যছবি সংসদ টিভি থেকে স্ক্রীনশট
Published on

ভারতীয় কুস্তিগির ভীনেশ ফোগটকে বাতিল করে দেবার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (আইওএ)। বুধবার সংসদে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। এদিনই প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনাল ম্যাচের আগে বেশি ওজনের কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয় ভারতীয় কুস্তিগির ফোগটকে।

মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তিতে ফাইনালে উঠেছিলেন ভীনেশ ফোগট। গতকাল মঙ্গলবার তিনি তিনটি ম্যাচ জিতে প্রতিযোগিতার ফাইনালে চলে যান। যদিও বুধবার সকালে দেখা যায় তাঁর ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি। এরপরেই তাঁকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়।

এই ঘটনা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়ে যায়। প্রতিক্রিয়া জানিয়ে ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যার আঁচ গিয়ে পৌঁছায় সংসদের অধিবেশনেও। এদিন বিকেলে ভীনেশ ফোগটের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে ভারতীয় কুস্তিগির ভীনেশ ফোগটকে বাতিল করে দেওয়া হয়েছে। বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকালে প্রতি বিভাগের খেলোয়াড়দের ওজন মেপে দেখা হয়। বুধবার ভীনেশের ওজন মেপে দেখা যায়, ৫০ কেজি ১০০ গ্রাম। তাঁর খেলা বাতিল করে দেওয়া হয়।’’

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। আইওএ-র প্রেসিডেন্ট পি টি ঊষাও বর্তমানে প্যারিসে রয়েছেন। এই ঘটনার পরেই ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।

যদিও ক্রীড়ামন্ত্রীর এই বিবৃতির ব্যাখ্যা দাবি করা হয় বিরোধীদের পক্ষ থেকে। যে ব্যাখ্যা না পাওয়ার অধিবেশন থেকে বিরোধীরা ওয়াকআউট করে।

এর আগে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে বলা হয়, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) লেখেন, "ভীনেশ ফোগটের ফাইনালে না খেলতে পারার কারণ নিয়ে গভীর তদন্ত হওয়া উচিত। এর পিছনে আসল সত্য কী তা সকলের জানা উচিত"।

ভীনেশ ফোগটের ঘটনায় সংসদে বিবৃতি দিচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডব্য
Paris Olympics 24: ভীনেশকে বাতিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, ষড়যন্ত্রের অভিযোগ 'ইন্ডিয়া' মঞ্চের
ভীনেশ ফোগটের ঘটনায় সংসদে বিবৃতি দিচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডব্য
Paris Olympics 24: এঁদের পথে কাঁটা বিছানোকারীরা আশা করি শিক্ষা নেবেন - ভীনেশ ফাইনালে উঠতেই সরব বজরং

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in