Vinicius Jr: ফের বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস, প্রতিবাদের ঝড় ব্রাজিল জুড়ে

ভিনিসিয়াস সোশ্যাল মিডিয়ায় লেখেন, "প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবিদ্বেষ হয়েই থাকে। এখানে বিষয়টাকে কোনও গুরুত্বই দেওয়া হয় না। এমনকি ফেডারেশনও এই জিনিসটা নিয়ে সে ভাবে মাথা ঘামায় না।
ভিনিসিয়াস জুনিয়র
ভিনিসিয়াস জুনিয়রছবি - ভিনিসিয়াস জুনিয়রের ফেসবুক পেজ
Published on

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে ফের বর্ণবিদ্বেষের শিকার হলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিলো ব্রাজিল। তারা আনুষ্ঠানিক ভাবে স্প্যানিশ রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানিয়েছে এবং ভিনির প্রতি এই বর্নবাদী আক্রমণের জন্য লা লিগা কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছে, "স্প্যানিশ রাষ্ট্রদূত ব্রাসিলিয়া থেকে দূরে আছেন কিন্তু আমরা ইতিমধ্যেই তার সাথে টেলিফোনে যোগাযোগ করেছি যাতে ভিনিসিয়াস এর বিরুদ্ধে বারবার বর্ণবাদী হামলায় ব্রাজিল সরকারের অসন্তোষ প্রকাশ করা হয়।"

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের মাঝেই দর্শকদের আচরণে রেগে যান ভিনিসিয়াস জুনিয়র। এমনকি গ্যালারির দিকে ছুটেও যান ব্রাজিলিয়ান ফুটবলার। রেফারি তার ম্যাচ-পরবর্তী প্রতিবেদনে লিখেছেন যে খেলোয়াড়কে "বানর" বলে সম্বোধন করা হয়েছিল।

ভিনিসিয়াস সোশ্যাল মিডিয়ায় লেখেন, "প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবিদ্বেষ হয়েই থাকে। এখানে বিষয়টাকে কোনও গুরুত্বই দেওয়া হয় না। এমনকি ফেডারেশনও এই জিনিসটা নিয়ে সে ভাবে মাথা ঘামায় না। প্রতিপক্ষরাও আরও উস্কানি দেয়। বোনাল্ডিনহো, রোনাল্ডো, মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো লেজেন্ডরা যে লিগে খেলেছেন সেখানে এখন শুধুই বর্ণবৈষম্য।"

এই ঘটনার পর রীতিমত প্রতিবাদের ঝড় উঠেছে ব্রাজিল জুড়ে। সমর্থন প্রদর্শনে, সোমবার রাতে রিও ডি জেনেরিওতে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিটি এক ঘন্টার জন্য অন্ধকার করে রাখা হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই অপব্যবহারের নিন্দা করেছেন। এরপর ভিনিসিয়াসের জন্য সমর্থনের বন্যা বইতে শুরু করেছে। ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন বন্ধু রিচার্লিসন, নেইমার, রোনালদিনহোরা।

ভিনিসিয়াস জুনিয়র
Serie A: দশ পয়েন্ট কেটে নেওয়া হলো জুভেন্টাসের, এক ধাক্কায় দুই থেকে সাতে ওল্ড লেডিরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in