বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি এবং শুবমন গিল। একই ম্যাচে দু'জনের মাইলফলক স্পর্শ করতে পারেন। একনজরে দেখে নেওয়া যাক কোন বিশ্ব রেকর্ড করতে চলেছেন ভারতের দুই তারকা -
সচিন তেন্ডুলকরের গড়া রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রান পূরণ করতে বিরাটের দরকার ৭৭ রান। এই ম্যাচে সেই রান করেও ফেলতে পারেন তিনি। সচিন ৬০১ ইনিংসে করেছিলেন ২৬ হাজার রান। বিরাট ৫৬৬ ইনিংসে করেছেন ২৫৯২৩ রান। তবে এই ম্যাচে না হলেও তাঁর হাতে এখনও ৩৩ ইনিংস থাকবে ৭৭ রান করার জন্য।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন সচিন তেন্ডুলকর। ৭৮২ ইনিংসে তিনি করেছেন ৩৪,৩৫৭ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তিনি ৬৬৬ ইনিংসে করেছেন ২৮,০১৬ রান। তৃতীয় স্থানে আছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। তিনি ৬৬৮ ইনিংসে করেছেন ২৭,৪৮৩ রান।
আবার, দ্রুততম ২০০০ রানের রেকর্ডের সামনে রয়েছেন শুবমন গিল। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ১৯৩৩। রেকর্ড করার জন্য দরকার ৬৭ রান। দ্রুততম ২০০০ রানের রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার দখলে। তিনি ৪০টি ম্যাচে এই নজির গড়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে গিলের ব্যাট থেকে ঝোড়ো ইনিংস দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা।
বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ২০০৭ থেকে ২০১৯ এই ৪টি বিশ্বকাপে ভারত জিতেছে ৩টিতে বাংলাদেশ জিতেছে ১টি। ২০০৭ সালে ভারতকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপে ৮৭ রানে জেতে ভারত। ২০১৫ বিশ্বকাপে ১০৯ রানে ভারতের কাছে হারে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে ২৮ রানে জেতে ভারত। এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত রয়েছে রোহিতরা। এখন দেখার তাদের দৌড় বাংলাদেশ থামায় নাকি চতুর্থ জয় তুলে নেবে মেন ইন ব্লুজরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন