গতকাল থেকে চলা সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন কোহলি নিজেই। দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত শর্মার অধিনায়কত্বে একদিনের সিরিজ খেলবেন না বিরাট। মঙ্গলবার দিনভর এই জল্পনাই কানাঘুষো শোনা যায়। তবে বুধবার স্বয়ং বিরাট কোহলি গুজব ওড়ালেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবেন।
বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কোহলি জানান, তিনি ওডিআই সিরিজ খেলবেন। এদিন মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এর আগে বলা হয়েছিলো আমি কোনো ইভেন্টের জন্যই খেলবো না। সেটা একেবারেই ঠিক নয়। যারা এই সমস্ত কথা লিখছেন তাঁদের কোনো বিশ্বাসযোগ্যতাই নেই।"
ওডিআই দলের অধিনায়কত্ব থেকে সরানোর পর এই প্রথম মুখ খুলেছেন বিরাট। প্রাক্তন ওডিআই অধিনায়ক জানালেন, তিনি জানেন কেনো তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। তবে যেভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে তাতে তিনি মোটেও খুশি নন।
বিরাট বলেছেন," বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনও সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনোদিন দলের ক্ষতির কারণ হয়নি। বিসিসিআই-এর সাথে আমার কোনো কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ঘন্টাখানেক আগেই পাঁচ নির্বাচক ফোন করে জানান আমি আর ওডিআই দলের অধিনায়ক থাকছি না।"
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আগে জানিয়েছিলেন বিরাটকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছিলো নিজের সিদ্ধান্ত জানানোর জন্য। বুধবার সাংবাদিক সম্মেলনে বিরাট পরিস্কারভাবে জানান, তাঁকে সময়ই দেওয়া হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন