Asia Cup 2023: শচীনকে টপকে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১৩,০০০ রানের মালিক কোহলি

People's Reporter: ১৩,০০০ রানের পাশাপাশি ওয়ান ডে কেরিয়ারে ৪৭তম সেঞ্চুরিও করে ফেললেন কোহলি। শচীনের রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ২টি সেঞ্চুরি।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - বিসিসিআই-র ট্যুইটার
Published on

একদিনের ক্রিকেটে দ্রুততম ১৩০০০ রানের মালিক হলেন বিরাট কোহলি। মাত্র ২৬৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করার সাথে সাথে পেছনে ফেললেন শচীন তেন্ডুলকর এবং রিকি পন্টিং-কে।

হাইভোল্টেজ ম্যাচে দুরন্ত ছন্দে 'কিং-কোহলি'। সেঞ্চুরির পাশাপাশি দ্রুততম ১৩ হাজার রান করলেন তিনি। প্রথমত এশিয়া কাপের মঞ্চ এবং বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ছন্দে থাকেন বিরাট। সোমবারও তার ব্যতিক্রম হলো না। ১৩ হাজার রান করতে শচীনের সময় লেগেছিল ৩২১ ইনিংস। অজি তারকা রিকি পন্টিং নিয়েছিলেন ৩৪১ ইনিংস।

বৃষ্টির জন্য প্রথমে সকলেই ভেবেছিলেন যে ম্যাচ বাতিল হয়ে যাবে। কিন্তু তা হয়নি। বরং মাঠে নেমে কে এল রাহুল এবং কোহলিকে আউট করতেই পারলেন না পাক পেসাররা। দুই তারকার ব্যাট থেকেই এল সেঞ্চুরি। সাড়ে ৫ মাস পর চোট সারিয়ে ফিরেই রাহুল করলেন ১০৬ বলে অপরাজিত ১১১ রান। সাথে ওয়ান ডে ক্রিকেটে নিজের ২০০০ রানও পূরণ করলেন। কোহলির ব্যাট থেকে এল ৯৪ বলে ১২২ রান। ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ৩৫৬ রান।

১৩,০০০ রানের পাশাপাশি ওয়ান ডে কেরিয়ারে ৪৭তম সেঞ্চুরিও করে ফেললেন কোহলি। শচীনের রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ২টি সেঞ্চুরি। এই ফর্মে থাকলে সেটাও শুধু সময়ের অপেক্ষা বলেই সকলে মনে করছেন। অনেকের মত চলতি এশিয়া কাপেই সম্ভবত 'মাস্টার ব্লাস্টারের' রেকর্ডে ভাগ বসাবেন তিনি।

বিরাট কোহলি
স্পেন সফরে লা লিগা কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী! থাকবে আরও চমক, দাবি মমতার
বিরাট কোহলি
স্পেন সফরে লা লিগা কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী! থাকবে আরও চমক, দাবি মমতার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in