Virat Kohli: চতুর্থ ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ৯০০০ রানের মাইল ফলক স্পর্শ বিরাটের!

People's Reporter: রেকর্ড গড়তে কোহলির প্রয়োজন ছিল ৫৩ রান। ১০২ বলে ৭০ রান করেন কোহলি। ৮টি চার এবং ১টি ছয়ের সাহায্যে সাজিয়েছেন নিজের ইনিংসটি।
রেকর্ড গড়লেন কোহলি
রেকর্ড গড়লেন কোহলিছবি - BCCI-র এক্স মাধ্যম
Published on

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। ৯০০০ রানের গণ্ডি টপকে ফের একবার সমালোচকদের জবাব দিলেন তিনি। ১১৬ ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। ভারতীয়দের মধ্যে চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৯০০০ রান স্পর্শ করলেন তিনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ০ রানে ফিরতে হয়েছিল কোহলিকে। ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক শূন্য রানে আউট হওয়ার রেকর্ডও তিনি গড়েছেন। জাহির খান ৪৩ এবং ইশান্ত শর্মা ৪০ বার শূন্য রানে আউট হলেও তাঁরা মূলত বোলার। তারপর থেকেই সমালোচনা শুরু হয় বিরাটকে নিয়ে। যার জবাব চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯০০০ রান পূরণ করে দিলেন।

ম্যাচের আগে রেকর্ড গড়তে কোহলির প্রয়োজন ছিল ৫৩ রান। যা এদিন পূরণ করলেন 'কিং' কোহলি। এর আগে এই নজির গড়েছেন শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কর। ১০৪ ম্যাচে ১৭৬ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন রাহুল দ্রাবিড়। ১১১ ম্যাচে ১৭৯ ইনিংসে ৯০০০ রানে স্পর্শ করেছিলেন শচীন তেন্ডুলকর। সুনীল গাভাসকর ১১০ ম্যাচে ১৯২ ইনিংস খেলে ৯০০০ রানের কীর্তি গড়েছিলেন। আর কোহলি করলেন ১১৬ ম্যাচে ১৯৭ ইনিংসে।

ভারতীয়দের মধ্যে সর্বাধিক টেস্ট রানের নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি। ২০০ ম্যাচে ৩২৯ ইনিংস খেলে মোট ১৫৯২১ রান নিয়ে প্রথমে আছেন শচীন। ১৬৪ ম্যাচে ২৮৬ ইনিংস খেলে ১৩২৮৮ রান করে দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড় এবং ১২৫ ম্যাচে ২১৪ ইনিংস খেলে ১০১২২ রান করে তৃতীয় স্থানে সুনীল গাভাসকর।

অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪০২ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৬৩ বলে ৫২ রান করে আউট হন রোহিত শর্মা। ৫২ বলে ৩৫ রান করে ফিরে যেতে হয় যশস্বী জয়সওয়ালকে। ১০২ বলে ৭০ রান করেন কোহলি। ৮টি চার এবং ১টি ছয়ের সাহায্যে সাজিয়েছেন নিজের ইনিংসটি। ২০২৪ সালে প্রথম বার লাল বলের ক্রিকেটে তিনি কোনও ইনিংসে ৫০ বা তার বেশি রান করলেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in