৬ বছর পর ফের বল হাতে দেখা গেলো ব্যাটার বিরাটকে। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল করলেন 'কিং কোহলি'। সেই ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিরাট কোহলিকে সাধারণত বল করতে দেখা যায় না। কিন্তু দলের প্রয়োজনে তিনি যে সব সময় নিজের ১০০ শতাংশ দিতে প্রস্তুত তা ফের একবার প্রমাণ করলেন। বাংলাদেশের বিরুদ্ধে নিজের প্রথম ওভারে বল করতে এসে চোট পান হার্দিক পাণ্ডিয়া। ডান পা দিয়ে বল আটকাতে গিয়ে বাঁ পা পিছলে পড়ে যান হার্দিক। পুরো শরীরের ভারটা ওই বাঁ পায়ের উপর পড়ে। চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। ইতিমধ্যেই বাঁ পায়ের গোড়ালির স্ক্যান করার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে।
হার্দিকের ওই ওভারে ৩ বল বাকি ছিল। অধিনায়ক রোহিত ৩ বলের জন্য বিরাটকে দায়িত্ব দেন। ৩ বল করে মাত্র ২ রান দেন কোহলি। তিনি যখন বল করতে আসেন স্টেডিয়ামে তখন একটাই আওয়াজ ভেসে আসছিল, 'কোহলি কোহলি'। ২০১৭ সালের পর এই প্রথম জাতীয় দলের জার্সিতে বল করতে দেখা গেলো বিরাটকে। ২০১৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করেছিলেন তিনি।
অন্যদিকে হার্দিক পাণ্ডিয়ার চোট ঠিক কতটা গুরুতর তা জানা যায়নি। আপাতত তিনি বিশ্রামে রয়েছেন। দলের গুরুত্বপূর্ণ সদস্যের চোট নিয়ে কিছুটা হলেও চিন্তায় কোচ রাহুল দ্রাবিড়। হার্দিকের বদলে মাঠে ফিল্ডিং করছেন সূর্য কুমার যাদব।
টসে জিতে ব্যাটিং-র সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৬১ রান করেছে। ১টি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও সিরাজ। ২টি উইকেট নিয়েছেন জাদেজা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন