ICC Test Rankings: ফের অবনমন বিরাটের, বোলারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান ধরে রাখলেন অশ্বিন

সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিং-এ একধাপ পিছিয়ে ১৪ নম্বরে চলে গেলেন তিনি। অজি তারকা মার্নাস লাবুশেনকে পেছনে ফেলে ব্যাটিং র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করেছেন ব্রিটিশ তারকা জো রুট।
ICC Test Rankings: ফের অবনমন বিরাটের, বোলারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান ধরে রাখলেন অশ্বিন
ফাইল ছবি
Published on

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ ফের অবনতি বিরাট কোহলির। সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিং-এ একধাপ পিছিয়ে ১৪ নম্বরে চলে গেলেন তিনি। অজি তারকা মার্নাস লাবুশেনকে পেছনে ফেলে ব্যাটিং র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করেছেন ব্রিটিশ তারকা জো রুট। বোলারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

চলতি মাসের শুরুতেই অনুষ্ঠিত হয়ে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে উপেক্ষিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তা সত্ত্বেও ৮৬০ পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিং-এ প্রথম স্থানে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ স্পিড স্টার জেমস অ্যান্ডারসন। তাঁর রেটিং পয়েন্ট ৮২৯। অশ্বিন ছাড়া শীর্ষ দশে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। ৭৭২ পয়েন্ট নিয়ে বুমরাহ রয়েছেন অষ্টম স্থানে। ৭৬৫ পয়েন্ট নিয়ে জাদেজা রয়েছেন নবম স্থানে।

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি একধাপ নীচে নেমে গিয়েছেন। ১৩ নম্বর স্থান থেকে ১৪ নম্বরে চলে গিয়েছেন তিনি। রোহিত শর্মা রয়েছেন ১২ নম্বর স্থানে। চেতেশ্বর পূজারা ২৫ নম্বরেই রয়েছেন। একধাপ করে এগিয়েছেন আজিঙ্কে রাহানে এবং শ্রেয়স আইয়ার। তাঁরা রয়েছেন যথাক্রমে ৩৬ এবং ৩৭ নম্বর স্থানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষ দশে রয়েছেন কেবল ঋষভ পান্ত। দশম স্থানে রয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।

ব্যাটিং র‍্যাঙ্কিং-এ সবচেয়ে বড় লাফ দিয়েছেন জো রুট। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার অ্যাশেজের প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ১১৮ এবং ৪৬ রানের ইনিংস খেলেন। ফলস্বরূপ পাঁচ ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেন তিনি। অন্যদিকে, এজবাস্টন টেস্টের দুই ইনিংসে ব্যর্থ হওয়া লাবুশানে নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কিউই তারকা কেন উইলিয়ামসন। এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে এসেছেন ট্রাভিস হেড এবং এজবাস্টনে সেঞ্চুরি করলেও চার ধাপ নেমে ষষ্ঠ স্থানে রয়েছেন স্টিভ স্মিথ।

ICC Test Rankings: ফের অবনমন বিরাটের, বোলারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান ধরে রাখলেন অশ্বিন
ইন্দোনেশিয়া ওপেনে ইতিহাস গড়ার পুরস্কার, কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং-এ সাত্ত্বিক-চিরাগ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in