হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ে বড় অবদান রেখেছেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক এদিন ৪৮ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। সেই সঙ্গে রবিবার কোহলির মুকুটে লেগেছে এক নতুন পালক। রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন বিরাট।
রাহুল দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ২৪,০৬৪ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিবার ৬৩ রান করে কোহলি এখন সব ফরম্যাট মিলিয়ে ২৪,০৭৮ রানের মালিক। বিরাটের সামনে এখন শুধু কিংবদন্তী শচীন তেন্ডুলকর।
শচীন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ৬৬৪টি টি ম্যাচে ৪৮.৫২ গড়ে রান করেছেন ৩৪,৩৫৭। একই সঙ্গে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ডও রয়েছে শচীনের দখলে। সব মিলিয়ে মোট ১০০টি সেঞ্চুরি করেছেন 'ক্রিকেটের ঈশ্বর'। এছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন ১৬৪ টি।
অন্যদিকে কোহলি এখনও পর্যন্ত ৪৭১ টি আন্তর্জাতিক ম্যাচে ৫৩.৬২ গড়ে রান করেছেন ২৪,০৭৮। সেঞ্চুরি করেছেন ৭১ টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১২৫ টি। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে এখনও বিরাটের থেকে এগিয়ে রয়েছেন দ্রাবিড়। জ্যামি- তাঁর কেরিয়ারে এশিয়া এবং আইসিসি একাদশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সেই রান যোগ করলে দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেটে ২৪,২০৮ রানের মালিক।
গতকাল অস্ট্রেলিয়ার ৭ উইকেটে ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৭ রান তুলে নেয়। ১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৩৬ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৫ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারির মাধ্যমে। এছাড়া বিরাটের গুরুত্বপূর্ণ ইনিংসের পাশাপাশি ২৫ রানে অপরাজিত থেকে ম্যাচ ফিনিশ করেন হার্দিক পান্ডিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন