শচীনের নজিরে ভাগ বসাবেন কোহলি! পিতার পর পুত্রের বিরুদ্ধে খেলবেন বিরাট

১২ জুলাই ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। এই ম্যাচেই নজির গড়তে পারেন কোহলি।
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি সংগৃহীত
Published on

শচীনের এক অনন্য কীর্তিতে ভাগ বসাতে চলেছেন বিরাট কোহলি। শচীন তেন্ডুলকর খেলেছিলেন পিতা-পুত্রের বিরুদ্ধে। বিরাট কোহলি হতে চলেছেন দ্বিতীয় ভারতীয় যিনি দেশের বাইরে শচীনের এই বিরল নজিরে ভাগ বসাবেন। ১২ জুলাই ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। এই ম্যাচেই নজির গড়তে পারেন কোহলি।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টেস্ট অভিষেক ঘটেছিল বিরাট কোহলির। তখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম প্রধান ব্যাটার ছিলেন শিবনারায়ণ চন্দ্রপল। কোহলি খেলেছিলেন তাঁর বিপক্ষে। কেটে গিয়েছে দীর্ঘ ১২ বছর। অবসর নিয়েছেন ক্যারিবিয়ানদের অন্যতম সফল এই ক্রিকেটার। এবার ওয়েস্ট ইন্ডিজ দলে বাবার মতোই নিজেকে প্রতিষ্ঠিত করতে এসেছেন পুত্র ত্যাগনারায়ণ চন্দ্রপল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ভবিষ্যত বলে মনে করা হচ্ছে শিবনারায়ণের পুত্রকে। তাঁর বিরুদ্ধে এবার খেলতে চলেছেন কোহলি।

ভারতের ইতিহাসে দেশের বাইরে এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে পিতা ও পুত্র উভয়ের বিপক্ষে খেলার রেকর্ড রয়েছে শচীন তেন্ডুলকরের। ২০১১ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। ১৯৯২ সালের অস্ট্রেলিয়া সফরে গিয়ে জিওফ্রে মার্শের বিরুদ্ধে খেলেছিলেন শচীন। জিওফ্রে মার্শের ছেলে শন মার্শের বিরুদ্ধেও শচীন খেলেছিলেন ২০১১ সালে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করেন ত্যাগনারায়ণ। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৫৩ রান করেছেন তিনি। তাঁর গড় প্রায় ৪৫.৩০। বাবা শিবনারায়ণ ছিলেন কিংবদন্তি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন। ব্রায়ান লারার ঠিক পরেই। টেস্ট ক্রিকেটে শিবনারায়ণ ৫১.৩৭ গড়ে রান করেছেন ১১৮৬৭। সেঞ্চুরি করেছেন ৩০ টি।

বিরাট কোহলি
বিশ্বকাপে ইডেনে টিকিটের দাম ঘোষণা সিএবির, দেখে নিন তালিকা
বিরাট কোহলি
Mohun Bagan: জনি কাউকোকে ছেড়ে দেবে বাগান! জল্পনা তুঙ্গে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in