ফের নেতৃত্বের দায়ভার তুলে নিয়েছেন বিরাট কোহলি। পাঞ্জাব কিংসের বিপক্ষে অধিনায়কত্ব সামলাবেন বিরাট। চোটের কারণে বৃহস্পতিবার ম্যাচে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে থাকছেন আরসিবির নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রোটিয়া তারকার অনুপস্থিতিতে ফিল্ডিং-এর সময় তাই নেতৃত্ব দেবেন কোহলি।
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ওভার ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণে জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট। ২০২২ সালে দেশের জার্সিতে সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়েন। এরপর গত মরশুমে আইপিএল শুরুর আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ৪৬১ দিন পর আবার টস করতে নামলেন বিরাট।
মোহালিতে টসে জিতে বৃহস্পতিবার প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাবকে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন স্যাম কুরেন। শিখর ধাওয়ান এই ম্যাচে খেলবেন না। পাঞ্জাবের হয়ে আজ দেখা যাবে লেইম লিভিংস্টোন এবং নাথান এলিসকে। আরসিবির ফাফ ডু প্লেসি আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন ব্যাসকের পরিবর্তে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিনেশ কার্তিক, সুয়াস প্রভুদেশাই, হার্ষাল পাটেল, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ।
পাঞ্জাব কিংসের প্রথম একাদশ : অথর্ব তাইদে, ম্যাথু শর্ট, হরপ্রীত সিং ভাটিয়া, লেইম লিভিংস্টোন, স্যাম কুরেন (অধিনায়ক), জিতেশ শর্মা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, নাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন