Asia Cup 2023: বিরাট নাকি বাবর! ভারত-পাক দ্বৈরথে কাকে এগিয়ে রাখছেন প্রাক্তন অজি তারকা?

টম মুডি বলেন, "বাবরের মধ্যে আমি কোহলিকে খুঁজে পাই। কারণ কোহলি যেভাবে ক্রিকেটিং শটের মাধ্যমে রান করে বাবরও সেই একই পদ্ধতি অবলম্বন করে।"
বাবর আজম ও বিরাট কোহলি
বাবর আজম ও বিরাট কোহলি ফাইল ছবি, বাবর আজমের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

২ সেপ্টেম্বর এশিয়া কাপে হবে ভারত-পাক মহারণ। আর দুই তারকা ব্যাটারকে নিয়ে বাকযুদ্ধ চলবে না তা হয় না। একদিকে রয়েছেন বিরাট কোহলি অন্যদিকে বাবর আজম। কাকে এগিয়ে রাখছেন প্রাক্তন অজি তারকা টম মুডি?

টম মুডির মতে দু'জনেই সেরা প্লেয়ার। পৃথকভাবে তুলনা করা সম্ভব নয়। তিনি বলেন, "বাবরের মধ্যে আমি কোহলিকে খুঁজে পাই। কারণ কোহলি যেভাবে ক্রিকেটিং শটের মাধ্যমে রান করে বাবরও সেই একই পদ্ধতি অবলম্বন করে। সেও খুব ভালো রান চেজ করতে পারে। ঠিক এক দশক ধরে কোহলি যেভাবে করে আসছে। দু'জনেই ভালো প্লেয়ার। ক্রিকেটিং সেন্সও খুব ভালো।"

তিনি আরও বলেন, "দুই তারকার মধ্যে অনেক সাদৃশ্য খুঁজে পাই আমি। তাই এশিয়া কাপে কোহলি ও বাবরের মধ্যে কাউকে এগিয়ে রাখতে চাইনা। দুজনের মধ্যেই সমান চাপ থাকবে। কারণ দুই দেশের সমর্থক তাদের দিকেই তাকিয়ে থাকবে। আমিও সেই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছি।"

পরিসংখ্যান বলছে, দেশের হয়ে ১০২টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেছেন বাবর আজম। ১০০টি ইনিংস খেলে রান করেছেন ৫১৪২। গড় ৫৮.৪। স্ট্রাইক রেট ৮৯.১। অন্যদিকে বিরাট কোহলি দেশের হয়ে ২৭৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ২৬৫ ইনিংস খেলে রান করেছেন ১২৮৯৮। স্ট্রাইক রেট ৯৩.৬৩ এবং গড় ৫৭.৩২। তবে ভারত-পাক ম্যাচ যে স্নায়ুর লড়াই সবাই জানে। তবে আগামী ২ সেপ্টেম্বর কার ব্যাট থেকে রান আসে সেটাই দেখার।

বাবর আজম ও বিরাট কোহলি
Asia Cup 2023: ভারতীয় দলে রাহুল-শ্রেয়াসকে রাখা নিয়ে নির্বাচকদের পাশে কপিল দেব
বাবর আজম ও বিরাট কোহলি
BCCI: নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেটে, ম্যাচ পিছু BCCI-র কত টাকা আয় হবে জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in