দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট এবং তিনটি ওডিআই সিরিজের জন্য বৃহস্পতিবার চাটার্ড বিমানে করে জোহানেসবার্গ উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। তবে তার আগেই ভারতীয় দলে বিরাট কোহলিকে নিয়ে দিনভর চলছে নানা জল্পনা। বিরাট-রোহিত সম্পর্কে যে ফাটল ধরেছে তা নিয়ে জল্পনা তো লেগেই আছে। আবার কানাঘুষো শোনা যাচ্ছে রোহিতের অধীনে ওডিআই সিরিজ খেলবেন না বিরাট। টেস্ট সিরিজ খেলেই দেশে ফিরে আসবেন। বিসিসিআই-এর তরফ থেকে অবশ্য কিছুই জানানো হয়নি। তবে এবিষয়ে সারাদিন ধরে চলছে নানা জল্পনা-কল্পনা।
টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেও ওডিআই দলের অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না বিরাট। কোহলিকে একপ্রকার ছেঁটে ফেলেই রোহিতের হাতে তুলে দেওয়া হয় ৫০ ওভারের ক্রিকেটের দায় ভার। রোহিত অধিনায়ক হওয়ার পর তাঁকে শুভেচ্ছাও জানাননি বিরাট।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিলো রোহিত শর্মাকে। তবে ইনজুরির কারণে টেস্ট দল থেকেই ছিটকে গিয়েছেন রোহিত। ওডিআই সিরিজের আগে অবশ্য সুস্থ হয়ে উঠবেন বলে জানা গিয়েছে। কিন্তু রোহিতের অধীনে কি বিরাট খেলবেন? আজ সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে বিরাট টেস্ট খেলেই দেশে ফিরতে পারেন।
আগামীকাল দুপুর একটা নাগাদ টেস্ট দলের অধিনায়ক হিসেবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হবেন বিরাট। তখনই অবশ্য এই জল্পনার অবসান ঘটবে বলে অনুমান করা হচ্ছে। আজই টিম হোটেলে পৌঁছে গিয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকায় যাওয়া দলের সদস্যরা রবিবার থেকে নিভৃতবাসে রয়েছেন। তবে বিরাট ও অজিঙ্ক রাহানে হোম আইসোলেশনে থেকে আজ টিম হোটেলে উঠেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন