IND vs BAN: দ্রুততম ২৭,০০০ রানের মালিক বিরাট! ভাঙলেন শচীনের রেকর্ড

People's Reporter: ৫৩৫ ম্যাচে ৫৯৪ ইনিংস খেলে এই নজির গড়লেন বিরাট। এর আগে দ্রুততম ২৭,০০০ রান করেছিলেন শচীন তেন্ডুলকর। তিনি ২০০৭ সালে ৬২৩ ইনিংসে রেকর্ড গড়েছিলেন।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - বিসিসিআই-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

দ্রুততম ২৭০০০ রানের মালিক হলেন বিরাট কোহলি। পিছনে ফেললেন শচীন তেন্ডুলকরকে। মাত্র ৫৯৪ ইনিংসে রেকর্ড করলেন কোহলি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করতে না পারলেও এই নজির গড়েছেন তিনি।

ফের একবার শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন কোহলি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৩৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা কার্যত বিধ্বংসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। বাদ যাননি বিরাটও। ৩৫ বলে ৪৭ রান করে তিনি আউট হয়ে যান। তাঁকে প্যাভিলিয়নে ফেরান সাকিব আল হাসান।

নিজের ক্রিকেট কেরিয়ারে ২৭,০০০ রান পূরণ করলেন কোহলি। ৫৩৫ ম্যাচে ৫৯৪ ইনিংস খেলে এই নজির গড়লেন তিনি। এর আগে দ্রুততম ২৭,০০০ রান করেছিলেন শচীন তেন্ডুলকর। ২০০৭ সালে ৬২৩ ইনিংসে এই রেকর্ড গড়েন শচীন। এছাড়া শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা করেছিলেন ৬৪৮ ইনিংসে। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ২৭,০০০ রান করেছিলেন ৬৫০ ইনিংসে।

২০২৩ সালে দ্রুততম ২৫,০০০ রান করারও রেকর্ড গড়েছিলেন কোহলি। সেই রেকর্ড ভাঙার জন্য কোহলি তেন্ডুলকরের থেকে ২৮ ইনিংস কম নিয়েছিলেন। একই ভাবে দ্রুততম ২৬,০০০ রান করেছিলেন কোহলি। এই রেকর্ড গড়তে কোহলি শচীনের থেকে ১৩ ইনিংস কম সময় নেন।

অন্যদিকে, ভারতের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ২৮৫ রান তুলে ডিক্লেয়ার করেছে। ৫২ রানের লিড রয়েছে তাদের। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট পেয়েছেন সাকিব এবং মিরাজ।

বিরাট কোহলি
East Bengal: পদত্যাগ ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের! আপাতত দলের দায়িত্বে বিনো জর্জ
বিরাট কোহলি
Sourav Ganguly: 'অশ্বিন সর্বকালের সেরাদের একজন' - সৌরভ গাঙ্গুলি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in