IND vs ENG Test: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে থাকবেন না বিরাট! কিন্তু কেন?

People's Reporter: বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণের জন্য বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানান ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্ট থেকে তাঁর নাম যেন প্রত্যাহার করে নেওয়া হয়।
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি সংগৃহীত
Published on

আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। ভারতের মাটিতে খেলবে ইংল্যান্ড। আর প্রথম দু'টি টেস্টেই থাকবেন না ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিরাট কোহলি। বিসিসিআই-র তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

সোমবারই বিসিসিআই-র এক্স হ্যান্ডেলে বিরাটের না থাকার খবর প্রকাশ্যে আনা হয়। এক বিবৃতিতে বলা হয়, ব্যক্তিগত কারণের জন্য বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্ট থেকে তাঁর নাম যেন প্রত্যাহার করে নেওয়া হয়। বিসিসিআই তাঁর সিদ্ধান্তকে সম্মান করে এবং টিম ম্যানেজমেন্টও সেই আবেদনে সাড়া দিয়েছে।

বিসিসিআই-র বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মা, ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সাথে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন দেশের হয়ে খেলাটাই তাঁর কাছে সবথেকে আগে কিন্তু কিছু ব্যক্তিগত কারণের জন্য প্রথম দুটি টেস্ট খেলতে পারবেন না।

মিডিয়া এবং সমর্থকদের উদ্দেশ্যের বোর্ড বার্তা দিয়েছে যে বিরাটের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানো উচিত। কী কারণে থাকবেন না তা নিয়ে বেশি জল্পনা বাড়ানো উচিত নয়। সকলের উচিত ভারতীয় দলকে সমর্থন করা এবং আসন্ন টেস্ট ম্যাচ উপভোগ করা।

আগামী ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে প্রথম টেস্ট। ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে রাজকোটে। ১৫-১৯ ফেব্রুয়ারি সেই ম্যাচ হবে। ২৩-২৭ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট হবে রাঁচিতে। শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচ হবে ধর্মশালাতে। ৭-১১ মার্চ পঞ্চম টেস্টের দিন নির্ধারিত হয়েছে।

বিরাট কোহলি
Australian Open: ৪৩ বছরেও চমক রোহন বোপান্নার! কোয়ার্টার ফাইনালে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি
বিরাট কোহলি
Kalinga Super Cup: ডার্বি হারের জন্য রেফারিকেই দায়ী করছেন বাগান কোচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in