IND vs AUS: ১৪ মাস পর বিরাটের অর্ধশতরান! তৃতীয় দিনের শেষে এখনও ১৯১ রান দূরে টিম ইন্ডিয়া

দিনের শেষে ১২৮ বলে ৫৯* রান করে বাইশ গজে রয়েছেন কোহলি।রবীন্দ্র জাদেজা অপরাজিত রয়েছেন ১৬* রানে।
IND vs AUS: ১৪ মাস পর বিরাটের অর্ধশতরান! তৃতীয় দিনের শেষে এখনও ১৯১ রান দূরে টিম ইন্ডিয়া
ছবি - বিসিসিআই ট্যুইটার
Published on

শুবমান গিলের সেঞ্চুরির পর বিরাট কোহলির ব্যাটে এলো অর্ধশতরান। শেষবার ২০২২ সালের জানুয়ারিতে টেস্টে অর্ধশতরান করেছিলেন বিরাট কোহলি। তারপর কেটে গিয়েছে ১৪ মাস। অবশেষে টেস্টে ১৬ তম ইনিংসে এসে কাঙ্খিত অর্ধশতরান পেলেন বিরাট।

আমেদাবাদে চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। প্রথম ইনিংসে ভারতের রান ৩ উইকেটে ২৮৯। দিনের শেষে ১২৮ বলে ৫৯* রান করে বাইশ গজে রয়েছেন কোহলি।রবীন্দ্র জাদেজা অপরাজিত রয়েছেন ১৬* রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৯১ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের জবাবে দুর্দান্ত লড়াই করে চলেছে টিম ইন্ডিয়া। শুবমন গিলের ব্যাটে এসেছে দুর্দান্ত শতরান। এদিন ১০ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ১৯৪ বলে নিজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতরান পেলেন শুবমান। ঝকঝকে সেঞ্চুরির পর ২৩৫ বলে ১২৮ রান করে ফেরেন শুবমান।

ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসে করেছেন ৩৫ রান। ভারতের আর এক অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ৪২ রান করে ফিরেছেন। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট পেয়েছেন কুনম্যান, টড মার্ফি এবং নাথান লিওন। আমেদাবাদ টেস্টের যা গতি প্রকৃতি তাতে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অভিজ্ঞরা। সেক্ষেত্রে ভারতই ২-১ ব্যবধানে জিতে নেবে বর্ডার গাভাসকর ট্রফি

IND vs AUS: ১৪ মাস পর বিরাটের অর্ধশতরান! তৃতীয় দিনের শেষে এখনও ১৯১ রান দূরে টিম ইন্ডিয়া
নিন্দার ঝড় স্বামীর বিরুদ্ধে! নিন্দুকদের এক হাত নিলেন ভারত অধিনায়কের স্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in