বজরং পুনিয়ার পর এবার কুস্তিগীর বীরেন্দর সিং নিজের পদ্মশ্রী সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিলেন। সাক্ষী মালিকের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
বীরেন্দর সিং নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিও আমার বোন এবং দেশের মেয়ের জন্য নিজের পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবো। আমি আপনার মেয়ে এবং আমার বোন সাক্ষী মালিকের জন্য গর্বিত"।
পাশাপাশি তিনি দেশের প্রথম সারির ক্রীড়াবিদদেরও অনুরোধ জানিয়েছেন এই প্রতিবাদে সামিল হওয়ার। তিনি লেখেন, "আমি নীরজ চোপড়া, শচীন তেন্ডুলকরের মতো খেলোয়াড়দের অনুরোধ করছি তাঁদের মতামত জানাতে এই বিষয়ে"।
শুক্রবার সাক্ষী মালিকদের পাশে দাঁড়ান ভারতীয় বক্সার বীজেন্দর সিং। তিনি বলেন, "যেখানে একজন অলিম্পিকে পদকজয়ী মহিলা বিচার পাচ্ছে না সেখানে আমাদের দেশের সাধারণ মেয়েদের বাবা-মা রা কীভাবে বিচার পাবেন? আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির এগিয়ে এসে বলা উচিত কেন এই ধরণের ঘটনা ঘটবে"।
প্রসঙ্গত, যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং-র কুস্তি ফেডারেশনের সভাপতি হওয়া কিছুতেই মেনে নিতে পারেননি সাক্ষী মালিক। যার প্রতিবাদে কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সাক্ষী বলেন, "এই ফলাফলে একদমই খুশি নই। আমরা চেয়েছিলাম কুস্তি ফেডারেশনের দায়িত্বে মহিলা কেউ আসুক। কিন্তু তা হলো না"। সাক্ষীকে সমর্থন জানিয়ে শুক্রবার নিজের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন আর এক অলিম্পিক পদকজয়ী কুস্তীগির বজরং পুনিয়াও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন