অপেক্ষা আর কিছুদিন, এই ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল

এবার জাভির সিভেরিও'র সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে লাল-হলুদের।
জাভির সিভেরিওর
জাভির সিভেরিওরছবি - সংগৃহীত
Published on

আগামী মরসুমের জন্য ভালো দলগঠন করতে মরিয়া ইস্টবেঙ্গল। এবার জাভির সিভেরিও'র সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে লাল-হলুদের। কিছুদিনের মধ্যেই ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করতে চলেছেন তিনি।

শোনা যাচ্ছে, গত মঙ্গলবারই এই তারকা স্ট্রাইকার জাভির সিভেরিওর সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে লাল-হলুদের। সেক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভাকে সঙ্গ দিতে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দলে আসতে পারেন তিনি।

গত দুই আইএসএলে সব মিলিয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ১২টি গোল এসেছে এই তারকার পা থেকে। এর আগে দ্বিতীয় ডিভিশনের স্প্যানিশ লিগে মোট ৪৮টি ম্যাচ খেলে ৪০টি গোল করারও রেকর্ড ছিল তাঁর।

ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে ক্লেটন সিলভা থাকায় প্রতিপক্ষের ডিফেন্সে যে বড় রকমের ঝড় উঠবে তা বলাই যায়।গত আইএসএলে লাল-হলুদ বাহিনী ছ'টি ম্যাচে জেতে। মরশুম শেষে তারা ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইনকেও বিদায় জানিয়ে দেয় এবং পরের মরশুমের জন্য প্রাক্তন বেঙ্গালুরু এফসি কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

জাভির সিভেরিওর
IPL 2023 : ১০ টি ছক্কা হাঁকালেন রশিদ খান, আফগান স্পিনার ভাগ বসালেন গিলক্রিস্ট - পোলার্ডের রেকর্ডে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in