২০১১ সালের ২ রা এপ্রিল। ওয়াংখেড়েতে মহেন্দ্র সিং ধোনির ছক্কার সাথে সাথেই আসিন্ধু হিমাচল মেতে উঠেছিলো বিশ্ব জয়ের আনন্দে। ১৯৮৩ সালের পর ভারত দ্বিতীয় বার ওডিআই বিশ্বকাপ জেতে। দেখতে দেখতে কেটে গিয়েছে ১১ বছর। তবে ২ রা এপ্রিলের ওয়াংখেড়ের স্মৃতি ভারতবাসীর মনে উজ্জ্বল হয়ে থাকবে চিরকাল। আজ সেই ঐতিহাসিক জয়ের ১১ বছর পর বর্ষপূর্তিতে সেদিনের স্মৃতিচারণা করলেন যুবরাজ সিং, বিরাট কোহলিরা।
ক্যান্সারের সঙ্গে লড়াই করে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন যুবরাজ সিং। পুরো টুর্নামেন্ট জুড়েই রং ছড়িয়ে ছিলেন। ৯ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি বল হাতে ১৫টি উইকেটও নিয়েছিলেন। তাঁর এই অনবদ্য প্রদর্শনের জেরেই টুর্নামেন্ট সেরার পুরস্কারও দেওয়া হয় যুবিকে। বিশ্বকাপ জেতার পর যুবি জানিয়েছিলেন কিংবদন্তী সচিন তেন্ডুলকরের জন্য এই বিশ্বকাপ তাদের জিততেই হতো। আজ আবারও সেই কথা মনে করিয়ে দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে যুবি লিখেছেন, "এটি শুধু বিশ্বকাপ জয় ছিল না। এটি ১০০ কোটি ভারতীয়র স্বপ্নপূরণ ছিল। গোটা দেশ এবং বিশেষ করে সচিন তেন্ডুলকরের জন্য খেতাব জিততে মরিয়া এমন এক দলের অংশ হতে পারায় গর্বিত। দেশের জার্সি পরে, দেশের সম্মান বাড়ানোর থেকে গৌরবের আর কিছুই হতে পারেনা।"
যুবরাজের এই পোস্টে কমেন্ট করেছেন যুবির সবচেয়ে কাছের বন্ধু ও বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য হরভজন সিং। ভাজ্জি কমেন্টে লেখেন, "আমার চ্যাম্পিয়ন ভাই, তুমিই আমাদের খেতাবটা জিতিয়েছিলে।"
পাশাপাশি আরসিবির শিবির থেকে এগারো বছর আগের স্মৃতিচারণা করলেন বিরাট কোহলিও। জানালেন সচিনকে বিশ্বকাপ তুলে দেওয়ার জন্য দল কতোটা মরিয়া ছিলো। সেইসঙ্গে ভারতের দ্রুত উইকেট পতনের পর গম্ভীরের সাথে জুটি বেঁধে প্রায় ৯০ রানের পার্টনারশিপ গড়েছিলেন কোহলি। ৪৯ বলে ব্যক্তিগত ৩৫ রান করেছিলেন বিরাট। দলের জয়ে এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে কোহলির কাছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন