মস্কোর ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে কিয়েভে। পাল্টা জবাব দিচ্ছে কিয়েভও। ভ্লাদিমির পুতিনের এক ঘোষণায় ইউক্রেনের ওপর যে বিভীষিকা সৃষ্টি হয়েছে তাতে আশঙ্কায় রয়েছে সম্পূর্ণ বিশ্ব। রাশিয়া-ইউক্রেনের এই মহা সংঘর্ষর ইতি টেনে শান্তি ফেরানোর আহ্বান জানালেন রাশিয়ার টেনিস তারকা দানিয়েল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভরা।
দুবাইয়ে নোভাক জকোভিচের হারের পরেই টেনিসের বিশ্ব র্যাংকিং-এর শীর্ষ স্থান দখল করতে চলেছেন। দীর্ঘ ১৮ বছর পর ফেডেরার, নাদাল, মারে বা জকোভিচ ছাড়া অন্য কোনো তারকা শীর্ষস্থান দখল করতে চলেছেন। স্বাভাবিক ভাবেই মেদভেদেভের কাছে এ এক খুশির মুহূর্ত। তবে এই সময় তাঁর দেশ ইউক্রেনের সাথে সামরিক সংঘাতে মেতেছে। শীর্ষস্থান দখলের আনন্দ পেছনে ফেলে উদ্বিগ্নতা গ্রাস করেছে মেদভেদেভকে। রাশিয়ান এই টেনিস তারকা জানিয়েছেন একদিকে যুদ্ধের খবর এবং অন্যদিকে খেলা সম্ভব নয়।
মেদভেদেভ বলেন, "একজন টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের সর্বত্র শান্তি চাইবো। আমরা বিভিন্ন দেশের খেলোয়াড়দের বিরুদ্ধে খেলি। জুনিয়র পর্যায় থেকে পেশাদার টেনিসে বহু দেশের খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। এই ধরনের খবর শোনা খুব কঠিন। আমি শান্তি চাই।"
যেই ইউক্রেনের সাথে সামরিক সংঘাত সৃষ্টি হয়েছে রাশিয়ার গত সপ্তাহে সেই ইউক্রেনেরই ডেনিস মোলকানোভের সঙ্গে জুটি বেঁধে একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মেদভেদেভের সতীর্থ আন্দ্রে রুবলেভ। বিশ্বের সাত নম্বর তারকা রাশিয়ান রুবলেভ এখন দুবাই ওপেন খেলছেন। তবে নিজের দেশের হাতে বিপর্যস্ত হয়ে পড়া তাঁর ডবলস পার্টনারের দেশ দেখে শান্তির আহ্বান জানালেন রুবলেভ। তিনি বলেন, "এ রকম সময় মনে হয় টেনিস বোধ হয় ততটা গুরুত্বপূর্ণ নয়। আমার খেলা গুরুত্বপূর্ণ নয়। বরং কী হচ্ছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বে শান্তি থাকা কতটা জরুরি সেটা সকলকে বুঝতে হবে। সকলের উচিত পরস্পরকে শ্রদ্ধা করা। আমাদের এক সঙ্গে থাকতে হবে। এক সঙ্গে বাঁচতে হবে। পৃথিবীকে রক্ষা করতে হবে সবাই মিলে। একে অপরকে রক্ষা করতে হবে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন