কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় কুস্তিগীর দিব্যা কাকরানকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক কুস্তিতে নেমেছে আম আদমি পার্টি এবং বিজেপি। বার্মিংহ্যামে ব্রোঞ্জ জয়ের পর দিব্যা আম আদমি পার্টিকে দোষারোপ করে বলেন, দিল্লির হয়ে বহু বছর ধরে কুস্তি চালিয়ে গেলেও কোনো সহায়তা পাননি তিনি। এরপরেই শুরু হয় রাজনৈতিক যুদ্ধ।
শুক্রবার আম আদমি পার্টির নেতারা দিব্যা কাকরানের একটি পুরোনো ভিডিও প্রকাশ করেছেন। যেখানে উত্তরপ্রদেশে বিজেপির পক্ষে ভোট চাইতে দেখা যায় ব্রোঞ্জজয়ী কুস্তিগীরকে। দিব্যাকে ওই ভিডিওতে বলতে দেখা গিয়েছে , "বিজেপিকে ভোট দিন কারণ আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী মোদি এবং যোগী আমাদের জন্য কী করেছেন। খেলাধুলা হোক, শিক্ষা হোক বা স্বাস্থ্য, অনেক উন্নতি হয়েছে।" এই ভিডিও শেয়ার করে আম আদমি পার্টির নেতারা দিব্যাকে কটাক্ষ করে বলেছেন, "ভোট চাইবে বিজেপির হয়ে, আর নোট চাওয়ার বেলায় কেজরিওয়াল।"
এই রাজনৈতিক চাপানউতোর শুরু বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দিব্যার ব্রোঞ্জ জয়ের পরেই। সোশ্যাল মিডিয়াতে দিব্যাকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর সেই ট্যুইটের পর দিব্যার তরফ থেকে জবাব আসে, "পদক জয়ের পরে অভিনন্দন জানানোর জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনার কাছে আমার একটি অনুরোধ যে আমি গত ২০ বছর ধরে দিল্লিতে বসবাস করছি এবং এখানে কুস্তি অনুশীলন করছি, কিন্তু এখনও পর্যন্ত আমি রাজ্য সরকারের কাছ থেকে কোনও পুরস্কার বা কোনও সাহায্য পাইনি। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি যেভাবে অন্যান্য খেলোয়াড়দের সম্মান করেন যারা দিল্লির হয়ে অন্য কোনও রাজ্য থেকে খেলে, আমাকেও সেভাবে সম্মানিত করা উচিত।"
দিব্যার এই ট্যুইটের পরে আম আদমি পার্টির ক্রীড়া ব্যক্তিত্ব সৌরভ ভরদ্বাজ জানান, তিনি অনুসন্ধান করে দেখেছেন যে দিব্যা সর্বদা উত্তরপ্রদেশের হয়ে খেলছেন। দিল্লির হয়ে নয়। এর পাল্টা হিসেবে দিব্যা বলেন যে তিনি ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর সমস্ত সার্টিফিকেট রয়েছে এবং সেগুলো তিনি পোস্টও করেছেন।
আম আদমি পার্টির তরফ থেকেও পাল্টা দেখানো হয়েছে ২০১০-১১ অর্থবর্ষ থেকে ২০১৬-১৭ অর্থবর্ষ পর্যন্ত তাঁকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাঁচ বছরে তাঁকে যথাক্রমে ৫ হাজার টাকা, ১০ হাজার টাকা, ১ লক্ষ টাকা এবং দু'বার ৪২ হাজার করে টাকা দেওয়া হয়েছে। পদ্ধতি মেনে আবেদন করলে এখনও তাঁকে সাহায্য করা হবে বলে জানিয়েছে আপ।
অন্যদিকে বিজেপির শাহজাদ জয়হিন্দ টুইট করে বলেছিলেন, "দিব্যাকে সাহায্য করার পরিবর্তে, আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ তাঁকে নিয়ে মজা করছেন। আম আদমি পার্টি এই ধরনের মিথ্যা কথা বলে এবং কৃতিত্ব নেয়, কিন্তু আসলে যুবকদের অপমান করে। এটা খেলোয়াড়, যুবসমাজ এবং তেরঙ্গার অপমান। স্টেডিয়াম হোক বা যুদ্ধক্ষেত্র, মানুষ সব সময় তেরঙ্গার সম্মানের জন্য লড়াই করে।"
শুক্রবার ভিডিওটি প্রকাশ হওয়ার পর সৌরভ ভরদ্বাজ সেটিকে শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, "বিজেপির এত কষ্টের এটাই আসল কারণ।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন