বিসিসিআই-এর সভাপতি হিসেবেই কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন, তবে কি রাজনীতির শিকার সৌরভ?

সূত্রের খবর বিসিসিআই-এর কোনো পদই পাচ্ছেন না সৌরভ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ তার টানা দ্বিতীয় মেয়াদে বিসিসিআই সেক্রেটারি হিসাবে কাজ চালিয়ে যাবেন।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিফাইল ছবি
Published on

সৌরভ গাঙ্গুলি কি শিকার হলেন রাজনীতির? বিজেপিতে যোগ দিলেন না বলেই কি হারালেন পদ? প্রশ্ন উঠছেই। সৌরভ চেয়েছিলেন বিসিসিআই-এর সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে। কিন্তু তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বোর্ডের সভাপতিকে দ্বিতীয় মেয়াদ দেওয়ার কোনও নজির নেই। সূত্রের খবর বিসিসিআই-এর কোনো পদই পাচ্ছেন না সৌরভ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ তার টানা দ্বিতীয় মেয়াদে বিসিসিআই সেক্রেটারি হিসাবে কাজ চালিয়ে যাবেন।

গত সপ্তাহে নয়াদিল্লিতে জাতীয় ক্রিকেট সংস্থার স্টেকহোল্ডারদের সাথে অনেক বৈঠক করেছেন সৌরভ। সোমবার সন্ধ্যায় তিনি পৌঁছান মুম্বইয়ে। যেখানে সৌরভকে আইপিএলের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। বিসিসিআই-এর এক সূত্রে জানিয়েছে, "সৌরভকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি বিনয়ের সাথে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। তার যুক্তি ছিল যে তিনি একই প্রতিষ্ঠানের প্রধান হওয়ার পরে বিসিসিআই-এর একটি উপ-কমিটির প্রধানের পদ মেনে নিতে পারবেন না। তিনি এই পদে অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছিলেন।"

সৌরভ আইপিএল চেয়ারম্যানের পদ প্রত্যাখ্যান করায় বর্তমান কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল আইপিএল চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

বিসিসিআই-এর একটি সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে, "কেন্দ্রীয় সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বোর্ডের পদ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।" এই সংবাদ আসার পর সৌরভ যে রাজনীতির শিকার তা আরও জোরালো হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠদের কাছে।

১৮ অক্টোবর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ে বিসিসিআইয়ের নির্বাচন আয়োজিত হবে। তার আগে ১১ ও ১২ অক্টোবর বিভিন্ন পদে মনোনয়ন জমা দেবেন ইচ্ছুক প্রার্থীরা।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনিই বিসিসিআইয়ের নতুন সভাপতি হতে চলেছেন। বোর্ডের সচিব থাকছেন অমিত শাহ-পুত্র জয় শাহই। মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার হচ্ছে বোর্ডের কোষাধ্যক্ষ। বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে বহাল থাকছেন রাজীব শুক্লা।

সৌরভ গাঙ্গুলি
BCCI: প্রেসিডেন্ট পদের জন্য উঠে আসছে রজার বিনির নাম, লড়াই থেকে কি সরে দাঁড়ালেন সৌরভ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in