AUS vs PAK: কেরিয়ারের শেষ টেস্ট খেলে আবেগে ভাসলেন ওয়ার্নার

People's Reporter: ২০১১ সালে ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে অভিষেক হয় ওয়ার্নারের। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি অজি তারকাকে।
কেরিয়ারে শেষ টেস্ট ম্যাচ খেললেন ওয়ার্নার
কেরিয়ারে শেষ টেস্ট ম্যাচ খেললেন ওয়ার্নারছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

টেস্ট ক্রিকেটে ওয়ার্নার যুগের অবসান। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেললেন ডেভিড ওয়ার্নার। বিদায় বেলায় ভক্তদের পাশাপাশি আবেগে ভাসলে স্বয়ং ওয়ার্নারও।

২০১১ সালে ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে অভিষেক হয় ওয়ার্নারের। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি অজি তারকাকে। দীর্ঘ ১৩ বছরের যাত্রা শেষ করলেন ওয়ার্নার। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে নিজের টেস্ট কেরিয়ার শেষ করলেন অজি ব্যাটার।

১১২টি টেস্টে ২০৫টি ইনিংস খেলেছেন ওয়ার্নার। ৮৭৮৬ রান রয়েছে ওয়ার্নারের। সর্বোচ্চ স্কোর করেছেন অপরাজিত ৩৩৫। গড় ৪৪.৫৯। টেস্ট ক্রিকেটে একাধিক রেকর্ড গড়েছেন ওয়ার্নার। একটি ইনিংসে সর্বোচ্চ ৩৩৫ রান করেছিলেন তিনি। এছাড়া একটি টেস্ট ম্যাচে ৬টি ক্যাচ নিয়ে নজির গড়েছিলেন ওয়ার্নার। টেস্টে ২৬টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।

শেষ টেস্টে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ওয়ার্নার বলেন, "স্বপ্ন ছিল শেষ টেস্ট জেতা সেটা বাস্তবায়িত হয়েছে। প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়, অ্যাশেজ সিরিজ ড্র, বিশ্বকাপ জয় এবং দেশের মাটিতে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে টেস্ট থেকে অবসর নেওয়া। সত্যি ভালো মরশুম কাটলো আমার"।

তিনি আরও বলেন, "আমি ডেভিভ ওয়ার্নার হয়েছি আমার বাবা-মায়ের জন্য। তাঁরা না থাকলে আজ আমি এখানে থাকতাম না। আমার সুন্দর পরিবার রয়েছে। আমৃত্যু আমি তাদের ভালোবেসে যাবো"।

কেরিয়ারে শেষ টেস্ট ম্যাচ খেললেন ওয়ার্নার
Ambati Rayudu: 'পার্টনারশিপ ব্রেক'! যোগদানের ১০ দিনের মধ্যেই YSRCP ছাড়লেন প্রাক্তন ক্রিকেটার
কেরিয়ারে শেষ টেস্ট ম্যাচ খেললেন ওয়ার্নার
Mario Zagallo: চিরনিদ্রায় ব্রাজিলের চারবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার ও কোচ মারিয়ো জাগালো

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in