কুস্তিগীরদের প্রতিবাদের আঁচ দেশের গণ্ডি পেরিয়ে পড়লো আন্তর্জাতিক ক্ষেত্রেও। আন্দোলনকারী কুস্তিগীরদের ওপর পুলিশি আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে ইউনাইটেডে ওয়ার্ল্ড রেসলিং (United World Wrestling)। পাশাপাশি ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-র পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে বুধবার। বিবৃতিতে কুস্তিগীরদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা জানানো হয়েছে। ব্রিজ ভূষণ সিং-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের গতিপ্রকৃতি নিয়েও অসন্তোষ প্রকাশ করা হচ্ছে। বিশ্ব কুস্তি সংস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানাচ্ছে।
রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা বলেছে, 'পরবর্তী সাধারণ নির্বাচনী সভাতে ভারতীয় ফেডারেশনের থেকে আরও বিস্তারিত তথ্য চাইবে বিশ্ব কুস্তি সংস্থা। এই নির্বাচনী সভার জন্য প্রাথমিক ভাবে ৪৫ দিন সময়সীমা বেঁধে দেওয়া হলো। ভারতীয় কুস্তি ফেডারেশন তথ্য দিতে ব্যর্থ হলে তাকে সাসপেন্ড করবে বিশ্ব কুস্তি সংস্থা। আর সমস্ত প্রতিযোগী একটি নিরপেক্ষ পতাকা নিয়ে খেলবে।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশ কিছু মাস ধরেই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ভারতীয় কুস্তিগীরদের প্রতি ঘটে চলা অত্যাচারের বিষয়ে নজর রাখছে। যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় রেসলিং ফেডারেশন সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন কুস্তিগীররা। প্রয়োজনে বিশ্ব কুস্তি সংস্থা ভারতীয় কুস্তিগীরদের সাথে আলোচনায় বসবে এবং নিরাপত্তা নিয়েও আলোচনা করবে।
প্রসঙ্গত, পুলিশি আক্রমণের প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার সন্ধ্যায় হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক বিসর্জন দিতে গিয়েছিলেন কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। পরে তাঁদের এই চরম পদক্ষেপ নিতে বাধা দেন কৃষক নেতা নরেশ টিকায়ত। পরে ন্যায় বিচার চেয়ে নরেন্দ্র মোদীকে ৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন কুস্তিগীররা। ওই ৫ দিনের মধ্যে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে কঠোর শাস্তি প্রদানের আবেদন জানিয়েছেন কুস্তিগীররা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন