কাতার বিশ্বকাপের যোগ্যতা অনেক আগেই অর্জন করেছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলিতে নিজেদের ভালো করে পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাচ্ছে দুই দল। শেষ দুই ম্যাচে আর্জেন্টিনা ও ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছিলো তিতের ব্রাজিল। বুধবার প্রতিপক্ষ প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিলো সেলেসাওরা।
অন্যদিকে জয়ের ধারা বজায় রাখলো আর্জেন্টিনাও। কলম্বিয়াকে হারিয়ে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই বিশ্বকাপ বাছাই পর্বের ১৫টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত হারের মুখ দেখেনি। শীর্ষে রয়েছে তিতের দল, দ্বিতীয় স্থানে স্কালোনিরা।
প্যারাগুয়ের বিপক্ষে এদিন ৯৩ সেকেন্ডেই ব্রাজিলের হয়ে লিডস ইউনাইটেড উইঙ্গার রাফিনহা জালে বল জড়িয়ে দেন। তবে ভিএআর সেই গোল বাতিল করে। কিন্তু ২৮ মিনিটে পুনরায় রাফিনহাই গোল করে ব্রাজিল এগিয়ে দেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দাপট দেখাতে শুরু করে বিশ্ব র্যাঙ্কিং-এর দু নম্বর দেশটি। ৬২ মিনিটের মাথায় মার্কুইনহোসের পাসে প্রায় ৩০ দূর থেকে প্যারাগুয়ের জালে বল জড়িয়ে দেন ফিলিপ কৌতিনহো।
ম্যাচের শেষের দিকে ৮৬ মিনিটের মাথায় সাবস্টিটিউট অ্যান্টনি ব্রাজিলের হয়ে লিড ৩-০ করেন। তার দুই মিনিট পরেই সহজ ট্যাপ ইনে, নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম গোলটি পান রিয়াল মাদ্রিদের রড্রিগো। ব্রাজিল জয় অর্জন করে ৪-০ গোলের বড় ব্যবধানে। উল্লেখ্য, এই হারের ফলে লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের আশা কার্যত শেষ।
সেলেসাওদের জয়ের দিন তিন পয়েন্ট পকেটে পুরেছে আলবিসেলেস্তেরাও। প্রথমার্ধের ২৯ মিনিটে লউটারো মার্টিনেজের করা একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। এই নিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। সেই সঙ্গে এই জয়ের সাথে সাথেই প্রথম আর্জেন্টাইন কোচ হিসেবে লাতিন আমেরিকার নয়টি দলের সবকটিকেই হারালেন লিওনেল স্কালোনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন