WC Qualifiers: ব্রাজিলকে আটকে দিলো ইকুয়েডর, চিলির বিরুদ্ধে জয় মেসিহীন আর্জেন্টিনার

নিজেদের ঘরের মাঠে তিতের ব্রাজিলকে আটকে দিয়েছে ইকুয়েডর। ক্যাসিমিরোর গোলে এগিয়ে যাওয়া ব্রাজিলের বিপক্ষে ৭৫ মিনিটে তোরেসের গোলে সমতা ফিরে পায় তারা।
আর্জেন্টিনা বনাম চিলি
আর্জেন্টিনা বনাম চিলি ছবি সেলেকাও আর্জেন্টিনা ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অ্যাঞ্জেল ডি মারিয়া ও লউটারো মার্টিনেজের গোলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে হারালো আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের যোগ্যতা আগেই নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা। তাই করোনা আক্রান্ত লিওনেল মেসি পুরোপুরি সুস্থ না হওয়ায় আর্জেন্টিনা দলে ছিলেন না। তবে তাতে বিশেষ অসুবিধার মধ্যে পড়তে হয়নি স্কালোনির ছেলেদের। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা।

শুক্রবার ম্যাচের ৯ মিনিটেই রদ্রিগো দে পলের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০ মিনিটে বেন দিয়াজের গোলে সমতা ফিরে পায় চিলিকে। তবে প্রথমার্ধের ৩৪ মিনিটেই লউটারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করে দেন। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্কালোনির দল।

অন্য ম্যাচে নিজেদের ঘরের মাঠে তিতের ব্রাজিলকে আটকে দিয়েছে ইকুয়েডর। ক্যাসিমিরোর গোলে এগিয়ে যাওয়া ব্রাজিলের বিপক্ষে ৭৫ মিনিটে তোরেসের গোলে সমতা ফিরে পায় তারা। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। লা কাসাব্লাঙ্কায় ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়াসের কর্ণার থেকে বল পেয়ে ইকুয়েডরের জালে বল জড়িয়ে দেন ক্যাসিমিরো।

পিছিয়ে পড়ার পর পরই ১৩ মিনিটের মাথায় বড় ধাক্কা আসে ইকুয়েডর শিবিরে। মাথেউস কুনহাকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির গোলরক্ষক ডমিনগেজ। এরপরেও দশ জনের ইকুয়েডর থেমে থাকেনি। শেষ পর্যন্ত ম্যাচের ৭৫ মিনিটে সমতায় ফেরে ইকুয়েডর। কর্নার থেকে গনজালো প্লাটার বাড়ানো শট হেডের সাহায্যে জালে জড়ান ফেলিক্স তোরেস।

১৪ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চল থেকে সবার শীর্ষে রয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার অবস্থান টেবিলের দু নম্বরে।১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩২।১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইকুয়েডর।

আর্জেন্টিনা বনাম চিলি
World Cup Qualifiers: ডি মারিয়ার গোলে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in