Mohun Bagan: কুয়াদ্রাতের সঙ্গে সেলফি তুলে ডার্বি নিয়ে কী বললেন বাগান কোচ?

People's Reporter: ফেরান্দো বলেন, মোহনবাগানের মতো বড় ক্লাবে কাজ করতে এলে চাপ থাকবেই। প্রত্যেক ম্যাচে জেতার চাপ থাকে। সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে ডুরান্ড কাপ জয় এখন আমাদের কাছে অতীত।
সকল কোচ এক ফ্রেমে
সকল কোচ এক ফ্রেমেছবি - সংগৃহীত
Published on

দুজনেই স্প্যানিশ এবং দুজনের রক্তেই জেতার খিদে। তাঁরা হলেন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো আর ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। গত ডুরান্ড কাপের ফাইনালের পরে তাঁদের দুজনের কথার লড়াইও দেখা গেছে। কিন্তু আইএসএলের ট্রফি উন্মোচনে ইস্টবেঙ্গল কোচের সঙ্গে সেলফি তুললেন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। অবশ্য বাকি দলের কোচরাও ছিলেন ফ্রেমে। তবে চর্চার কেন্দ্রতে অবশ্যই বাংলার দুই দলের কোচ।

বুধবার দুই স্প্যানিশ কোচ অনেকক্ষণ কথা বলেন। সাংবাদিকদের সামনে ডার্বি নিয়ে হুয়ান জানান, 'ডার্বি জেতা সত্যিই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু ডুরান্ড কাপে আমরা প্রথমে ডার্বিতে হেরে যাই। তা সত্ত্বেও ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এটাও সমর্থকেরা মোটেই খারাপ ভাবে নেয়নি। ডার্বি আরও পাঁচটা ম্যাচের মতো একটা ম্যাচ। কিন্তু ট্রফি জয় মানে নতুন ইতিহাস রচনা করা। আইএসএলে আমাদের লক্ষ্য ট্রফি জেতা। ডার্বি জয়ের চেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ'।

কোচের এই বক্তব্যে যদিও ডার্বি নিয়ে সমর্থকদের আগ্রহ এতটুকু কমবে না। ডুরান্ড কাপ জয় দিয়ে মরশুম শুরু করার ফলে প্রিয় দলের কাছে তাদের প্রত্যাশাও আকাশছোঁয়া। এই চাপ কী করে সামলাবেন? জানতে চাইলে ফেরান্দো বলেন, 'মোহনবাগানের মতো বড় ক্লাবে কাজ করতে এলে চাপ থাকবেই। প্রত্যেক ম্যাচে জেতার চাপ থাকে। সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে ডুরান্ড কাপ জয় এখন আমাদের কাছে অতীত। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। নতুন মরশুম কঠিন হবে। তাই প্রতি দিনই আমাদের উন্নতি করতে হবে'।

তবে আইএসএলের খেতাব ধরে রাখার চাপ নিয়ে বোধহয় একটু বেশিই চিন্তিত সবুজ-মেরুন কোচ। তিনি বলেন, 'খেতাব ধরে রাখা সত্যিই কঠিন। তবে এটা আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ, নতুন লক্ষ্য। এখন পর্যন্ত পরপর কোনও দল আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি। আমরা পারলে সেটা ইতিহাস হবে। সামনে এএফসি কাপ, আইএসএল দুটোই আছে আমাদের। খুবই কঠিন কাজ। তবে এতে সাফল্য পাওয়াই আমাদের লক্ষ্য'।

সকল কোচ এক ফ্রেমে
'বিশ্ব ফুটবলে হয়, কলকাতা ফুটবলেও হতো' - জ্যোতিষী বিতর্কে স্টিমাচের পাশে বাইচুং

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in