এক ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ভাঙলেন ক্রিস গেইল এবং শচীন তেন্ডুলকরের রেকর্ড। 'হিটম্যানের' খেলা দেখে শচীন অবশ্য খুবই খুশি হয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়াতেই তা স্পষ্ট।
বিশ্বকাপ শুরুর আগেই একাধিক রেকর্ড যে রোহিত ভাঙতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত ছিল। প্রথম ম্যাচে ০ রানে ফিরতে হয়েছিল ভারত অধিনায়ককে। কিন্তু আফগানিস্তান ম্যাচে ফের জ্বলে উঠলো রোহিতের ব্যাট। ১৩১ রানের ইনিংস খেলেন তিনি। ১৬টি চার এবং ৫টি ৬ মারেন তিনি। এই ইনিংসের সাথে শুধু দলকেই জেতালেন না বরং বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিস গেইল ও শচীন তেন্ডুলকরের রেকর্ডও ভাঙলেন।
শচীন ৪৫টি বিশ্বকাপের ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি করেছিলেন। রোহিত শর্মা ১৯ ম্যাচেই ৭টি সেঞ্চুরি করলেন। এছাড়া ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৩টি ছয় মেরেছিলেন। বুধবার ম্যাচ খেলতে নামার আগে রোহিতের ছিল ৫৫১টি ছয়। রেকর্ড করতে প্রয়োজন ছিল মাত্র ৩টি ছয়। তিনি মারেন ৫টি।
রোহিতের অনবদ্য ইনিংস দেখে শচীন তেন্ডুলকর বর্তমান এক্স হ্যান্ডেলে লেখেন, "বুমরাহ এবং রোহিতের দুটো সুন্দর পারফরম্যান্স দেখলাম। দু'জনে বোলিং এবং ব্যাটিং বিভাগকে সাহায্য করল। শেষ ২টো ম্যাচে দেখলাম আলাদা আলাদা প্লেয়ার ভারতকে জিততে সাহায্য করলো। ১৪ অক্টোবরের আগে এর থেকে ভালো খবর আর কিছু হয় না।"
রোহিতের রেকর্ডের পাশাপাশি ভারতও দল হিসেবে ২৭০-র অধিক রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে। ৩৫ ওভারেই ভারত ম্যাচ জিতে নেয়। এখনও পর্যন্ত বিশ্বকাপের পঞ্চে এত দ্রুত রান তাড়া করার রেকর্ড অন্য দলের নেই। আবার শ্রেয়স আইয়ারের ব্যাট দিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবথেকে লম্বা ছয় এসেছে। শ্রেয়স মেরেছেন ১০১ মিটার ছয়। ১৪ অক্টোবর বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচে নামছে ভারত। তার আগে রোহিতের সেঞ্চুরি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ভারতীয় শিবিরকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন