গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন ঋষভ পান্ত। তাঁর কপালে, ডান হাঁটুতে, পিঠে ও মাথায় আঘাত লাগে। সূত্র মারফত জানা যাচ্ছে ঋষভকে দিল্লি বা মুম্বাইয়ে আনা হতে পারে চিকিৎসার জন্য।
বিসিসিআই-র এক বিবৃতিতে বলা হয়েছে, ঋষভের কপালে দুটি জায়গায় কেটেছে, তাঁর ডান হাঁটুতে একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের আঙুলেও আঘাত রয়েছে। তাঁর পিঠে ঘর্ষণের দাগ রয়েছে। ঋষভের অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে এখন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাঁর চোটের পরিমাণ নির্ণয় করা হচ্ছে। শরীরের আর কোথায় কতটা আঘাত রয়েছে তার জন্য এমআরআই স্ক্যান করা হবে।
বিসিসিআই তরফ থেকে আরও বলা হয়েছে, ঋষভের পরিবারের পাশাপাশি মেডিকেল টিমের সাথেও করমাগত যোগাযোগা রাখা হচ্ছে। ঋষভ যাতে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা পায় বোর্ড সেটা দেখবে। ট্রমাজনিত পর্যায় থেকে তারকা ব্যাটার যাতে দ্রুত বেরিয়ে আসতে পারে সেদিকে নজর রাখছে বিসিসিআই।
বিসিসিআই সচিব জয় শাহ লেখেন, ‘আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা ঋষভ পন্তের সাথে রয়েছে কারণ সে সুস্থ হয়ে ফিরে আসার লড়াই করছে। আমি তার পরিবার এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ঋষভের শারীরিক অবস্থা স্থিতিশীল। আমরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় সমস্তকিছু তাকে প্রদান করা হবে’।
ঋষভ পান্তের দ্রুত আরোগ্য কামনা করছে ক্রিকেট বিশ্ব। বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, ঝুলন গোস্বামী, মুনাফ প্যাটেল, বিরাট কোহলি, ভি ভি এস লক্ষণ সহ একাধিক তারকারা সোশ্যাল মিডিয়ায় পান্তকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন