সদ্য ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। এবার প্যাট কামিন্সদের সামনে আর এক বড় চ্যালেঞ্জ। এবার লড়াইটা ঐতিহ্যের। ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ব্রিটিশদের বিরুদ্ধে মাঠে নামছে ক্যাঙ্গারু বাহিনী। এই অ্যাশেজ দিয়েই শুরু হচ্ছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশীপের পথ চলা।
আগামী ১৬ জুন থেকে এজবাস্টনে শুরু হবে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। লর্ডসে দ্বিতীয় টেস্ট রয়েছে ২৮ জুন। ৬ জুলাই থেকে তৃতীয় টেস্ট খেলা হবে হেডিংলেতে। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট শুরু হবে ১৯ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্ট ২৭ জুলাই থেকে শুরু হবে ওভালে।
শেষবার ২০২১-২২ মরশুমে অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। অজিভূমে সেবার ০-৪ ব্যবধানে হার মেনেছিল ব্রিটিশ দল। ইংল্যান্ডের সামনে এবার বদলা নেওয়ার সুযোগ রয়েছে। টেস্ট ক্রিকেটে সম্পূর্ণ নতুন ঘরানা 'ব্যাজবল' তৈরি করে বেশ সাফল্য পাচ্ছে ইংলিশ দল। এবার টেস্টের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে নিজেদের মাটিতে হারিয়ে ঐতিহাসিক অ্যাশেজ জয়ের জন্য বদ্ধপরিকর ইংল্যান্ড। উল্লেখ্য, শেষবার ২০০১ সালে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
অ্যাশেজের সম্পূর্ণ সূচী-
১৬ থেকে ২০ জুন - প্রথম টেস্ট - এজবাস্টান
২৮ জুন থেকে ২ জুলাই - দ্বিতীয় টেস্ট - লর্ডস
৬ জুলাই থেকে ১০ জুলাই - তৃতীয় টেস্ট - হেডিংলে
১৯ জুলাই থেকে ২৩ জুলাই - চতুর্থ টেস্ট - ওল্ড ট্রাফোর্ড
২৭ জুলাই থেকে ৩১ জুলাই - পঞ্চম টেস্ট - দ্য ওভাল
কখন কোথায় দেখবেন খেলা -
অ্যাশেজের প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটের সময় (ভারতীয় সময়)। সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন