ঘোষিত হল ২০২৩-২৪ মরশুমের ভারতীয় ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্টের সূচী। ২৮ জুন থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। এরপর একে একে অনুষ্ঠিত হবে দেওধর ট্রফি, ইরানি কাপ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে পর্দা উঠবে রঞ্জি ট্রফির।
চলতি বছরের ২৮ জুন থেকে ছয়টি জোনাল দলের মধ্যেকার দলীপ ট্রফির মধ্যে দিয়ে শুরু হবে এবারের ঘরোয়া আসর। এই টুর্নামেন্টের পর ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত চলবে দেওধর ট্রফি (লিস্ট-এ)। ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে ইরানি কাপ। এরপর জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপ সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু হবে ১৬ অক্টোবর থেকে। এই টুর্নামেন্ট চলবে ৬ নভেম্বর পর্যন্ত। বছরের শেষে অনুষ্ঠিত হবে বিজয় হাজারে ট্রফি। ২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
পুরুষদের সিনিয়র ক্যালেন্ডারের শেষ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। ২০২৪ সালের ৫ ই জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এলিট গ্রুপ লিগের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত চলবে নক আউট ম্যাচ। ৭০ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট।
প্লেট গ্রুপের লিগ ম্যাচগুলি ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এবং নক-আউট রাউন্ড চলবে ৯-২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
চারটি এলিট গ্রুপের প্রতিটি গ্রুপ আটটি দল নিয়ে গঠিত হবে এবং একক প্লেট গ্রুপে ছয়টি দল থাকবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্লেট গ্রুপে ছয়টি দলের মধ্যে শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন