Paris Olympics 24: 'কোথায় দায়বদ্ধতা?' - লক্ষ্যের ব্রোঞ্জ হাতছাড়া হতেই ক্ষোভ প্রাক্তন কিংবদন্তির

People's Reporter: প্রকাশ পাড়ুকোন বলেন, "খেলার জন্য যা দরকার হচ্ছে সবকিছু দেওয়া হচ্ছে। তারপরেও তোমাদের দায়বদ্ধতা দেখতে পাচ্ছি না। দেশের জন্য খেলছ। আরও দায়িত্ববোধ দেখাও।"
লক্ষ্যের হারে ক্ষুব্ধ প্রকাশ পাড়ুকোন (বামদিক)
লক্ষ্যের হারে ক্ষুব্ধ প্রকাশ পাড়ুকোন (বামদিক)ছবি - সংগৃহীত
Published on

ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে হেরেছেন লক্ষ্য সেন। প্রথম সেটে এগিয়ে গিয়েও সেই ম্যাচ হারতে হয়েছে মালয়েশিয়ান লি ঝি জিয়ার কাছে। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন। প্লেয়ারদের পাশাপাশি ফেডারেশনের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।

সাত্বিক-চিরাগ জুটি, পি ভি সিন্ধুর ব্যর্থতার পর সকলেই তাকিয়ে ছিল লক্ষ্য সেনের দিকে। কিন্তু তিনিও দেশের হয়ে পদক জিততে পারলেন না। মালয়েশিয়ার লি ঝি জিয়ার কাছে ২১-১৩, ১৬-২১ এবং ১১-২১ ব্যবধানে হারেন লক্ষ্য। সেমিফাইনালেও প্রতিপক্ষের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ভারতীয় শাটলারকে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ পাড়ুকোন।

প্রকাশ পাড়ুকোন বলেন, "খেলার জন্য যা দরকার হচ্ছে সবকিছু দেওয়া হচ্ছে। তারপরেও তোমাদের দায়বদ্ধতা দেখতে পাচ্ছি না। দেশের জন্য খেলছ। আরও দায়িত্ববোধ দেখাও। শুধু সরকারকে বা ফেডারেশনকে দায়ী করলে চলবে না। এটা অবশ্যই ঠিক যে আমরা আগের থেকে অনেকটাই এগিয়েছি। অনেক ইভেন্টে চতুর্থস্থানে শেষ করছি। কিন্তু পদক হাতছাড়া হচ্ছে"।

তিনি আরও জানান, "অলিম্পিক্সের সাথে অন্য টুর্নামেন্ট গুলিয়ে ফেললে চলবে না। একজন অ্যাথলিটকে অনেক বেশি মনযোগী হতে হয়। তার জন্য যোগ ব্যায়াম করতে হয়, ধ্যান করতে হয়। প্রয়োজনে মনোবিদ রাখো। আসলে একজন পদক জিতে গেলেই তাঁকে নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। সে কীভাবে এই জায়গায় যোগ্যতা অর্জন করলো সেই চর্চা কম হয়। আগামী অলিম্পিক্সে যদি ভালো ফল করতে হয় তাহলে তাঁর প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। নয়তো কোনও দিন সাফল্য আসবে না"।

বিশ্বের প্রাক্তন ১ নম্বর ব্যাডমিন্টন তারকা বলেন, "প্লেয়ারদের পাশাপাশি দায়িত্বশীল হতে হবে ফেডারেশনকেও। চীন যেভাবে তরুণ মুখ অলিম্পিক্সে তুলে আনছে সেইভাবে কাজ করা উচিত। প্লেয়ার বাছাই করে তাদের ট্রেনিং দিয়ে যোগ্য করে তুলুক ফেডারেশন"।

লক্ষ্যের হারে ক্ষুব্ধ প্রকাশ পাড়ুকোন (বামদিক)
Paris Olympics 24: ব্যাক টু ব্যাক জয়, মহিলাদের কুস্তির শেষ চারে ভীনেশ! এক থ্রোয়েই বাজিমাত নীরজের
লক্ষ্যের হারে ক্ষুব্ধ প্রকাশ পাড়ুকোন (বামদিক)
Bangladesh: শেখ হাসিনার ইস্তফার পরেই বন্দীদশা থেকে মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in