২০২২ ফুটবল বিশ্বকাপের সকলের নজর তো থাকবেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দিকে। পাশাপাশি সার্বিয়া, ক্যামেরুন, সুইজারল্যান্ড সমর্থকরা চাইছেন তাঁদের প্রিয় দেশ ব্রাজিলের বিরুদ্ধে টাফ ফাইট দিক। এই ৪ দেশ রয়েছে গ্রুপ ‘জি’-তে। এই গ্রুপের দেশগুলির ফুল স্কোয়াড দেখে নিন।
সার্বিয়া
গোলরক্ষক: মার্কো দিমিত্রোভিচ, পেড্রাগ রাজকোভিচ, ভাঞ্জা মিলিনকোভিচ সাভিচ।
ডিফেন্ডার: স্টেফান মিত্রোভিচ, নিকোলা মিলেনকোভিচ, স্ট্রাহিনজা পাভলোভিচ, মিলোস ভেলজকোভিচ, ফিলিপ ম্লাদেনোভিচ, স্ট্রাহিনজা এরকোভিচ, শ্রীদান বাবিক।
মিডফিল্ডার: নেমাঞ্জা গুডেলজ, সার্জেজ মিলিনকোভিচ স্যাভিচ, সাসা লুকিক, মার্কো গ্রুজিক, ফিলিপ কোস্টিক, উরোস রেসিক, নেমাঞ্জা মাকসিমোভিচ, ইভান ইলিক, আন্দ্রিজা জিভকোভিচ, ডার্কো লাজোভিচ।
ফরোয়ার্ড: দুসান তাডিক, আলেকসান্ডার মিত্রোভিচ, দুসান ভ্লাহোভিচ, ফিলিপ ডুরিকিক, লুকা জোভিচ, নেমাঞ্জা রাডোনজিক।
সুইজারল্যান্ড
গোলরক্ষক: গ্রেগর কোবেল, ইয়ান সামার, জোনাস ওমলিন, ফিলিপ কোহন।
ডিফেন্ডার: ম্যানুয়েল আকানজি, ইরে কমার্ট, নিকো এলভেদি, ফ্যাবিয়ান শার, সিলভান উইডমার, রিকার্ডো রদ্রিগেজ, এডিমিলসন ফার্নান্দেস।
মিডফিল্ডার: মিশেল এবিশার, জেরদান শাকিরি, রেনাতো স্টেফেন, গ্রানিট জাকা, ডেনিস জাকারিয়া, ফ্যাবিয়ান ফ্রেই, রেমো ফ্রেউলার, নোয়া ওকাফোর, ফ্যাবিয়ান রিডার, আরডন জাশারি।
ফরোয়ার্ড: ব্রিল এম্বোলো, রুবেন ভার্গাস, ডিজিব্রিল সো, হারিস সেফেরোভিক, ক্রিশ্চিয়ান ফাসনাচ।
ক্যামেরুন
গোলরক্ষক: ডেভিস এপাসি, সাইমন এনগাপান্ডুয়েটনবু, আন্দ্রে ওনানা।
ডিফেন্ডার: জিন-চার্লস ক্যাসটেলেত্তো, এনজো ইবোসে, কলিন্স ফাই, অলিভার এমবাইজো, নিকোলাস এনকৌলু, তোলো নৌহো, ক্রিস্টোফার উওহ।
মিডফিল্ডার: মার্টিন হংলা, পিটার কুন্দে, অলিভার এনচাম, গেইল ওন্ডুয়া, স্যামুয়েল ওম গোয়েট এবং অ্যান্ড্রু ফ্রাঙ্ক জাম্বো।
ফরোয়ার্ড: ভিনসেন্ট আবুবাকার, ক্রিশ্চিয়ান বাসোগগ, এরিক-ম্যাক্সিম চৌপো মোটিং, সোয়াইবো মারু, ব্রায়ান এমবেউমো, নিকোলাস মৌমি এনগামালেউ, জেরোম এনগম, জর্জেস-কেভিন নকৌডু, জিন-পিয়েরে এনসামে এবং কার্ল টোকো একামবি।
ব্রাজিল
গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ওয়েভারটন।
ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স টেলেস, ব্রেমার, এডার মিলিতাও, মারকুইনহোস, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, এভারটন রিবেইরো, ফ্যাবিনহো, ফ্রেড, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: অ্যান্টনি, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেলি, নেইমার, পেদ্রো, রাফিনহা, রিচার্লিসন, রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র।
সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন (২৪ নভেম্বর), ব্রাজিল বনাম সার্বিয়া (২৫ নভেম্বর), ক্যামেরুন বনাম সার্বিয়া (২৮ নভেম্বর), ব্রাজিল বনাম সুইজারল্যান্ড (২৮ নভেম্বর), সার্বিয়া বনাম সুইজারল্যান্ড (৩ ডিসেম্বর) ও ব্রাজিল বনাম ক্যামেরুন (৩ ডিসেম্বর)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন