বিরাট কোহলিকে নিয়ে করা রিকি পন্টিং-র একটি মন্তব্যের কড়া জবাব দিলেন গৌতম গম্ভীর। ভারতীয় দল নিয়ে প্রাক্তন অজি তারকাকে অতিরিক্ত চিন্তা না করার পরামর্শ দিলেন গৌতি।
ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সকলের মনে একটা প্রশ্ন ছিল যে গৌতম গম্ভীরের সাথে বিরাট কোহলির সম্পর্ক কেমন থাকবে? কারণ আইপিএল-এ বহুবার দুই তারকাকে মাঠের মধ্যেই বিতর্কে জড়াতে দেখা গেছে। কিন্তু কোচ গম্ভীর আর প্লেয়ার বিরাটের সম্পর্কটা যে একদম আলাদা তা মাঠে বার বার দেখা গেছে। সোমবার সাংবাদিক সম্মেলনেও সেটার বহিঃপ্রকাশ ঘটল।
কয়েকদিন আগে রিকি পন্টিং বলেন, বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যিনি শেষ ৫ বছরে মাত্র দুটি টেস্ট সেঞ্চুরি করেছেন। যার পাল্টা সোমবার দিলেন ভারতীয় কোচ। তিনি বলেন, "ভারতীয় ক্রিকেট নিয়ে চিন্তা করে পন্টিং কী করবেন? আমি মনে করি তাঁর অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবা উচিত। বিরাট এবং রোহিতকে নিয়ে এত চিন্তা করার কিছু হয়নি। আমি মনে করি তাঁরা অবিশ্বাস্যভাবে খুবই শক্ত। তাঁরা (বিরাট ও রোহিত) ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু অর্জন করেছে এবং তাঁরা ভবিষ্যতেও ভারতকে আরও সাফল্য এনে দেবে"।
গম্ভীর আরও বলেন, 'আমি মনে করি আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে তাঁরা এখনও কঠোর পরিশ্রম করে চলেছে। আরও কিছু অর্জন করতে চায় তাঁরা। সবসময় ড্রেসিংরুমে একটা জয়ের ক্ষুধা বজায় রাখে এই দু'জন।'
প্রসঙ্গত, রিকি পন্টিং বলেছিলেন, আমি বেশ কিছু পরিসংখ্যান দেখেছি। যেখানে দেখাচ্ছে শেষ ৫ বছর বিরাট কোহলি টেস্টে ২ অথবা ৩টি সেঞ্চুরি করেছেন। যা আমার কাছে সঠিক লাগলো না। আর পরিসংখ্যান যদি সত্যিই হয় তাহলে চিন্তার বিষয়। কারণ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে এত কম সেঞ্চুরি করে একজন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন না।