Vinesh Phogat: কেন ডোপ টেস্ট করেননি? - ১৪ দিনের মধ্যে জবাব তলব করে ভীনেশকে নোটিশ NADA-র

People's Reporter: নাডা জানায়, ভীনেশের বাড়িতে গিয়ে ডোপ কন্ট্রোল অফিসারকে অপেক্ষা করতে হয়। ভীনেশের দেখা মেলেনি। নমুনা ছাড়াই কর্তৃপক্ষকে ফিরতে হয়েছে।
ভীনেশ ফোগাট
ভীনেশ ফোগাটফাইল ছবি
Published on

ডোপ টেস্ট না করায় ভীনেশ ফোগাটকে নোটিশ দিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA)। নির্ধারিত দিনে কেন তিনি ডোপ টেস্ট করেননি তার জবাব চেয়েছে নাডা। ১৪ দিনের মধ্যে উত্তর দিতে হবে ভীনেশকে।

বুধবার ভীনেশের বাড়িতে এই নোটিশ দেয় নাডা। যেখানে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর ভীনেশের সোনপতের খাড়খোড়া গ্রামের বাড়িতে নমুনা সংগ্রহের দিন নির্ধারিত হয়েছিল। ভীনেশ নিজেই জানিয়েছিলেন নমুনা সংগ্রহের স্থান। কিন্তু তাঁর বাড়িতে গিয়ে ডোপ কন্ট্রোল অফিসারকে অপেক্ষা করতে হয়। ভীনেশের দেখা মেলেনি। নমুনা ছাড়াই কর্তৃপক্ষকে ফিরতে হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ভীনেশ কেন ওই দিন বাড়িতে উপস্থিত ছিলেন না তার জবাব ১৪ দিনের মধ্যে দিতে হবে। হয় তাঁকে স্বীকার করতে হবে যে তিনি উপস্থিত ছিলেন না, নয় তাঁকে প্রমাণ দিতে হবে ওই দিন তিনি ৬০ মিনিট অর্থাৎ ১ ঘন্টা নির্ধারিত স্থানেই উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, প্যারিস অলিম্পিক্স থেকে ফিরে কংগ্রেসে যোগ দেন ভীনেশ ফোগাট। হরিয়ানা নির্বাচনে জুলনা কেন্দ্র থেকে তিনি প্রার্থীও হয়েছেন। সম্ভবত নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে ফিরতে হয় নমুনা সংগ্রহ করতে আসা আধিকারিককে।

নাডার নিয়মানুযায়ী, এক বছরে ৩ বার ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহে বাধার সৃষ্টি হলে ওই ক্রীড়াবিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে নাডা। প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে উঠেও ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে বাতিল হয়ে যান ভীনেশ। পদক জয় স্বপ্নই থেকে যায়। তারপরই তিনি কুস্তি থেকে অবসর ঘোষণা করেন। বর্তমানে ক্রীড়াবিদ না থাকার কারণে নাডার নোটিশে শাস্তির মুখে নাও পড়তে পারেন ভীনেশ। কিন্তু নিজের অবসর আনুষ্ঠানিকভাবে জানাতে হবে নাডা কর্তৃপক্ষকে। অবসর ভেঙে যদি ভীনেশ ফের কুস্তিতে ফেরেন সেক্ষেত্রে শাস্তি হলেও হতে পারে।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in