এশিয়া কাপে ভারতের দল ঘোষণা হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারকে দলে রাখা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। পুরো ফিট না হওয়ার পরেও কীভাবে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ১৭ জন সদস্যের মধ্যে রাখা হলো? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নই ঘোরা ফেরা করছে।
সোমবার দিল্লিতে রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর দল ঘোষণা করেছেন। দলে যেমন তিলক ভার্মা প্রসিদ্ধ কৃষ্ণাদের রাখা হয়েছে তেমনই রাখা হয়েছে রাহুল ও শ্রেয়সকে। সম্ভবত তাঁদের মধ্যে একজন ৪ নম্বরে খেলবেন। চোট সারিয়ে উঠে কি নিজেদের সেরাটা দিতে পারবেন দুই তারকা ব্যাটার? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অজিত আগরকর বলেন, 'ফিটনেস নিয়ে একটু সমস্যা রয়েছে ঠিকই। হয়তো প্রথমেই ম্যাচ খেলতে পারবে না। কিন্তু ওদের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারকে বাদ দিয়ে দল গড়াটা বোকামি হতো। আর রাহুল উইকেটকিপারও বটে।'
চার নম্বরে কে খেলবেন তা নিয়েও সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠে। রোহিত বলেন, 'আমি ঘুম থেকে উঠেই কোনো সিদ্ধান্ত নিই না। সকলের সাথে আলোচনা করে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করি। চার নম্বরে অবশ্যই একজন খেলবেন। আমাদের ব্যাটাররা দক্ষ।'
পাশাপাশি রোহিত বলেন, 'অনেকে বলছেন আমরা ফেভারিট। কিন্তু এই ধরণের কথায় আমি বিশ্বাস করি না। যে দল ভালো খেলবে সে জিতবে। সমস্ত দলই বেশ শক্তিশালী। লড়াইটা কঠিন হবে। বিশ্বকাপের আগে এটা আমাদের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।'
ভারতীয় দল -
ব্যাটার - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং ঈশান কিষাণ।
অল রাউন্ডার - হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল।
বোলার - শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। রিজার্ভে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন