WI vs SA: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার

কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলিয়ে ৫০০ রান ওঠার কোনো নজির নেই। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের এই টি-টোয়েন্টি ম্যাচে উঠলো ৫১৭ রান।
সেঞ্চুরির পর ডি'কক
সেঞ্চুরির পর ডি'ককছবি আইসিসির ট্যুইটার
Published on

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়লো দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে কার্যত ঝড় উঠলো রানের। জনসন চার্লসের রেকর্ড সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের দেওয়া সেই পাহাড় প্রমাণ ২৫৯ রানের জবাবে কুইন্টন ডি'ককের সেঞ্চুরি, রেজা হেন্ড্রিকসের ৬৮ রানের পর এইডেন মার্করামের ৩৮* রানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। নিউজিল্যান্ডের বেঁধে দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৪৫ রান করে জয় পেয়েছিল ক্যাঙ্গারুর দেশ। সেঞ্চুরিয়ানে এদিন সেই রেকর্ড ভাঙলেন ডি'ককরা। একদিনের পর টি-টোয়েন্টিতেও এখন সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নেওয়ার রেকর্ড প্রোটিয়াদের দখলে। ২০০৬ সালে ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৮ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলিয়ে ৫০০ রান ওঠার কোনো নজির নেই। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের এই টি-টোয়েন্টি ম্যাচে উঠলো ৫১৭ রান। পাশাপাশি পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েলেন ডি'কক - হেন্ড্রিকস জুটি। দুজন মিলে পাওয়ার প্লেতে তুললেন ১০২ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে এদিন দ্রুততম সেঞ্চুরি করেন জনসন চার্লস। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি জোড়েন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। তবে চার্লসের রেকর্ড গড়ার ম্যাচে রেকর্ড গড়লেন কুইন্টন ডি'ককও। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরানের পাশাপাশি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিকও হয়ে গেলেন তিনি। এই ম্যাচে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেন ডি'কক। প্রোটিয়া উইকেটকিপার তাঁর ৪৪ বলে ১০০ রানের ইনিংস সাজিয়েছেন ৯ টি বাউন্ডারি এবং ৮ টি ওভার বাউন্ডারির মাধ্যমে।

সেঞ্চুরির পর ডি'কক
চীনা প্রতিপক্ষকে হারিয়ে সুইস ওপেনের খেতাব জয় সাত্ত্বিক-চিরাগের
সেঞ্চুরির পর ডি'কক
World Boxing Championships: সোনালী দৌড় অব্যাহত, ফের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in