সৌরভ গাঙ্গুলির থেকে ক্রিকেট শিখবেন - কলকাতায় আসার আগে ভিডিওতে বার্তা মার্টিনেজের

মার্টিনেজ বলেন, 'দাদা আমি তোমার সঙ্গে দেখা করার জন্য অত্যন্ত আগ্রহী। আমি শুধু তোমার সঙ্গে দেখাই করব না, তোমার কাছ থেকে ক্রিকেটও শিখতে চাই। ভালো থেকো।'
মার্টিনেজে এবং সৌরভ গাঙ্গুলি
মার্টিনেজে এবং সৌরভ গাঙ্গুলিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবের আমন্ত্রণে কলকাতায় আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। রয়েছে একাধিক পরিকল্পনা। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করবেন তিনি।

এক ভিডিও বার্তায় মার্টিনেজ বলেন, 'দাদা আমি তোমার সঙ্গে দেখা করার জন্য অত্যন্ত আগ্রহী। আমি শুধু তোমার সঙ্গে দেখাই করব না, তোমার কাছ থেকে ক্রিকেটও শিখতে চাই। ভালো থেকো।'

সৌরভের জন্য সই করা একটি গ্লাভসও উদ্যোক্তা শতদ্রু দত্তের মাধ্যমে দাদাকে উপহার দিয়েছেন এই গোলকিপার। আগামী ৮ জুলাই সৌরভ গাঙ্গুলির জন্মদিন। শোনা যাচ্ছে সেদিনই মহারাজের সঙ্গে দেখা করবেন মার্টিনেজ।

এছাড়া মোহনবাগান ক্লাবের তরফ থেকে একাধিক কর্মসূচি রয়েছে এমিলিয়ানোর। একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মার্টিনেজ। মোহনবাগান মাঠে বল পায়েও নামবেন তিনি। এর আগে পেলে, মারাদোনা, কাফুরা এসেও সৌরভের সঙ্গে সাক্ষাৎ করেন।

মার্টিনেজে এবং সৌরভ গাঙ্গুলি
IPL 2023: মোহনবাগানকে সোশ্যাল মিডিয়ায় সম্মান প্রদর্শন লখনউ সুপার জায়ান্টস-র
মার্টিনেজে এবং সৌরভ গাঙ্গুলি
IPL 2023: এক মরশুমে পাঁচ বার ডাক আউট! আইপিএলে বেনজির দৃষ্টান্ত জস বাটলারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in