উইম্বলডন পেলো নতুন রানী। ওন্স জাবেউরকে হারিয়ে টেনিস কেরিয়ারের প্রথম উইম্বলডন তথা গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন এলেনা রিবাকিনা। ১ ঘন্টা ৪৮ মিনিটের লড়াইয়ে প্রথম আরব মহিলা হিসাবে ফাইনালে পৌঁছে নজির গড়া জাবেউরকে হারিয়ে কাজাখাস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রিবাকিনা। ম্যাচের ফলাফল জয়ী তারকার পক্ষে ৩-৬, ৬-২, ৬-২।
জাবেউর এবং রিবাকিনা দুজনেই এই প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নেমেছিলেন। দুজনেই মুখিয়ে ছিলেন প্রথম মেজর হাতে নেওয়ার জন্য। ম্যাচের প্রথম সেটে কাজাখাস্তানের প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি আরব কন্যা জাবেউর।প্রথম সেট দেখে মনে হতেই পারে একতরফা ম্যাচ হতে চলেছে। তবে দ্বিতীয় সেটেই ছবি সম্পূর্ণ বদলে যায়। বিশ্বের দুই নম্বর তারকাকে কার্যত নিষ্প্রভ করেই ঘুরে দাঁড়ান গারবিনে মুগুরুজার পর কনিষ্ঠতম মহিলা খেলোয়াড় হিসেবে ফাইনাল খেলতে নামা রিবাকিনা।
সেমিফাইনালে ২০১৯ সালের চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে হারিয়ে চমক দিয়েছিলেন রিবাকিনা। স্ট্রেট সেটে ৬-৩, ৬-৩ ব্যবধানে হালেপকে হারান তিনি। এবার ফাইনালের মঞ্চে বর্তমানে বিশ্বের দুই নম্বর তারকা ওন্স জাবেউরকে উড়িয়ে দিয়ে কাজাখাস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে মেজর হাতে নিলেন রিবাকিনা।
আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নামবেন নোভাক জকোভিচ এবং নিক কির্গিয়স। কেরিয়ারের ২১ তম গ্র্যান্ড স্ল্যাম এবং সপ্তমবারের মতো উইম্বলডন জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন জকোভিচ। তবে প্রতিপক্ষ কির্গিয়সের বিপক্ষে এখনও পর্যন্ত দু'বারের সাক্ষাতে জয়ের খাতা খুলতে পারেননি সার্বিয়ান তারকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন