শনিবার উইমবল্ডনে মহিলাদের সিঙ্গেলসের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি এবং চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। দুই প্রতিভাই প্রথমবারের জন্য উইমবল্ডনের ফাইনালে উঠেছেন। অ্যাশলে বার্টি ২০১৮ সালে রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন ফলেও প্লিসকোভা এখনও একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেন নি। ২০১৬ সালে ইউএস ওপেনের ফাইনালে হারের পর আবারও কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে চেক তারকা। টুর্নামেন্টের শীর্ষ বাছাই বার্টি লড়াই করবেন কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের জন্য, অপরদিকে টুর্নামেন্টের অষ্টম বাছাই প্লিসকোভা লড়াই করবেন প্রথম বারের জন্য গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেতে।
উইমবল্ডনে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কার কাছে প্রথম সেটে হেরে যান প্লিসকোভা। তবে পরের দুই সেটে দুরন্ত লড়াই করে জয় ছিনিয়ে নেন তিনি। ম্যাচের ফলাফল প্লিসকোভার পক্ষে ৫-৭, ৬-৪, ৬-৪। ২০১৪ সালে পেত্রা কিতোভার উইম্বলডন জয়ের পর আবার কোনো চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় ফাইনালে লড়াই করতে চলেছেন।
উইমবল্ডনে এর আগে কখনও চতুর্থ রাউন্ডের বেশি এগোতে পারেননি ২৯ বর্ষীয় প্লিসকোভা। তাই মহিলাদের ডবলসে দু'বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কাকে হারিয়ে আপ্লুত চেক তারকা। তবে ফাইনালে তাঁর কঠিন প্রতিপক্ষ।
গতকাল প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ান নম্বর ওয়ান অ্যাশলে বার্টি স্ট্রেট সেটে হারিয়েছেন অ্যাঞ্জেলিক কের্বারকে। দীর্ঘ ৪১ বছর প্রথম কোনো অস্ট্রেলিয়ান মহিলা উইমবল্ডনের ফাইনালে উঠেছেন। অ্যাশলে বার্টি ৬-৩,৭-৬(৭-৩)সেটে হারান কের্বারকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন