ইউক্রেন যুদ্ধের কারণে উইম্বলডনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের জন্য নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিয়েছিল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। গতবছর যুক্তরাজ্যের গভর্নিং লন টেনিস অ্যাসোসিয়েশন (এলটিএ) দ্বারা অনুষ্ঠিত পাঁচটি ATP টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছিল দুই দেশের খেলোয়াড়দের। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবও এই স্থগিতাদেশ জারি করে। যে কারণে উইম্বলডন থেকে বাদ পড়তে হয় রুশ-বেলারুশিয়ান খেলোয়াড়দের। ব্রিটিশ সরকারের চাপের মুখে পড়েই এমন সিদ্ধান্ত নিতে হয় লন টেনিস অ্যাসোসিয়েশনকে। তবে এবার উইম্বলডনের আগে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের ওপর থেকে বিতর্কিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এমন খবরই সামনে এলো বুধবার।
ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, "অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (AELTC) রাশিয়ান এবং বেলারুশিয়ানদের উপর নিষেধাজ্ঞা লঘু করবে।" পাশাপাশি তারা এও জানায় যে এই দেশগুলির খেলোয়াড়দের একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। সেই পত্রে তারা প্রতিশ্রুতি দেবে, যে তারা টুর্নামেন্ট চলাকালীন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে কোন ভাবেই 'সমর্থন' করবে না।
অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের একজন মুখপাত্র সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, "আমরা এই বিষয়ে যুক্তরাজ্য সরকার এবং টেনিসের মূল স্টেকহোল্ডারদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি।"
গতবার রুশ ও বেলারুশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ ঘোষণা করার পর শাস্তির মুখে পড়েছিল ব্রিটিশ টেনিস। শাস্তি পেয়েছিলেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব এবং লন টেনিস অ্যাসোসিয়েশনও। ব্রিটিশ টেনিসকে ১ মিলিয়ন ডলার, লন টেনিস অ্যাসোসিয়েশনকে ৭ লক্ষ ৫০ হাজার ডলার এবং অল ইংল্যান্ড ক্লাবকে ২ লক্ষ ৫০ হাজার ডলার জরিমানা দিতে হয় এটিপিকে।
উইম্বলডন ছাড়া গত বছর বাকি তিন মেজরে অংশগ্রহণ করতে পেরেছিলেন রুশ ও বেলারুশিয়ান খেলোয়াড়রা। দেশের নাম বা পতাকার অধীনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হলেও ব্যক্তিগত ভাবে সুযোগ পেয়েছিলেন দানিয়েল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভরা। কিন্তু উইম্বলডন সেই সুযোগও দেয়নি। শোনা যাচ্ছে, এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন