Wimbledon: অখ্যাত হুবারটের কাছে হেরে বিদায় রজার ফেডেরারের

কোয়ার্টার ফাইনালে পোলান্ডের হুবারট হুরকাজের কাছে ৬-৩, ৭-৬(৪), ৬-০ সেটে পরাজিত হয়ে বিদায় নিলেন রজার ফেডেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী, ৮বারের উইম্বলডন জয়ী সুইডিশ তারকা ফেডেরারের বিদায় এবারের বড়ো অঘটন
পরাজয়ের পর ফেডেরার ও হুবারট
পরাজয়ের পর ফেডেরার ও হুবারটছবি উইম্বলডন ২০২১ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

উইম্বলডনে বড়ো অঘটন। কোয়ার্টার ফাইনালে পোলান্ডের হুবারট হুরকাজের কাছে ৬-৩, ৭-৬(৪), ৬-০ সেটে পরাজিত হয়ে বিদায় নিলেন রজার ফেডেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী, আটবারের উইম্বলডন জয়ী সুইডিশ তারকা ফেডেরারের বিদায় এবারের উইম্বল্ডনের বড়ো অঘটন। সম্ভবত এবারই ছিলো সুইডিশ তারকার শেষ উইম্বলডন।

১৪ তম বাছাই হুবারটের সঙ্গে এদিনের লড়াইতে কোনওসময়েই স্বচ্ছন্দ ছিলেন না ফেডেরার। গত ২০২০তে ডান হাঁটুতে অপারেশানের পর প্রায় ১২ মাস তিনি কোর্টের বাইরেই ছিলেন। উইম্বলডনের আগে এবছর তিনি মাত্র ৮টি ম্যাচে অংশ নিয়েছেন। ফেডেরারের বিদায় আপাতত অক্ষত থাকলো মারটিনা নাভ্রাতিলোভার ৯টি উইম্বলডন খেতাব জয়ের রেকর্ড।

ফেডেরারকে হারানো হুবারট এর আগে কোনো প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি। গত দু’বছর আগে তিনি জকোভিচের কাছে হেরে উইম্বলডন থেকে বিদায় নিয়েছিলেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in