Wimbledon: অল ইংল্যান্ড ক্লাবে প্রথমবার মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া মির্জা

সোমবার রাতে গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি এবং জন পিয়ার্সের জুটিকে তিন সেটের লড়াইয়ে ২-১ ব্যবধানে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছে যান সানিয়ারা।
সানিয়া মির্জা
সানিয়া মির্জাফাইল ছবি - অলিম্পিক্স ডট কমের সৌজন্যে
Published on

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে উইম্বলডনের মঞ্চে দাপট দেখিয়ে চলেছেন সানিয়া মির্জা। নিজের শেষ উইম্বলডনের ডাবলসের শুরুতেই ছিটকে গেলেও ক্রোয়েট পার্টনার ম্যাট প্যাভিককে সঙ্গে নিয়ে প্রথমবার অল ইংল্যান্ড ক্লাবে মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিসের পোস্টার গার্ল। উইম্বলডন মিক্সড ডাবলসে প্রথম খেতাব জয় থেকে আর মাত্র দু'ধাপ দূরে রয়েছেন সানিয়া মির্জা।

সোমবার রাতে গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি এবং জন পিয়ার্সের জুটিকে তিন সেটের লড়াইয়ে ২-১ ব্যবধানে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছে যান সানিয়ারা। ১ ঘন্টা ৪১ মিনিটের লড়াইয়ে ইন্দো-ক্রোয়েট জুটির পক্ষে ম্যাচের ফলাফল ৬-৪, ৩-৬, ৭-৫।

উইম্বলডনের মিক্সড ডাবলসে এর আগে কোয়ার্টার ফাইনালের গন্ডি অতিক্রম করতে পারেননি সানিয়া। ২০১১, ২০১৩ ও ২০১৫ সালে শেষ আট থেকেই ফিরে আসতে হয়েছে। ২০১১ সালে এলিনা ভেসনিন এবং ২০১৫ সালে মার্টিনা হিঙ্গিসের সাথে জুটি বেঁধে উইম্বলডনের ডবলসে অবশ্য সেমিতে পৌঁছে ছিলেন তিনি।

এই বছরের পরেই টেনিস থেকে অবসর নেবেন সানিয়া। তাই শেষ উইম্বলডনে খেতাব জয়ের জন্য সর্বোচ্চ লড়াই চালাবেন তিনি। সানিয়ার জুটি ম্যাট প্যাভিক রয়েছেন দুরন্ত ছন্দে। ডাবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা উইম্বলডন ডাবলসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। পাশাপাশি ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন লুকা মড্রিচের দেশের এই খেলোয়াড়। দুই অভিজ্ঞ খেলোয়াড় ঠান্ডা মাথায় ম্যাচ বের করানোর জন্য সিদ্ধহস্ত।

সানিয়া মির্জা
Wimbledon: ডাবলসের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সানিয়া মির্জা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in