চলতি বছরের পরেই টেনিস থেকে নিজেকে সরিয়ে নেবেন ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা। তার আগে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করবেন বলে জানিয়েছিলেন তিনি। ফরাসী ওপেনের ব্যর্থতাকে পেছনে ফেলে উইম্বলডনে ভালো কিছু করে দেখানোর সংকল্প নিয়েছিলেন সানিয়া। তবে উইম্বলডনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হলো ভারতীয় তারকাকে। তিন সেটের লড়াইয়ে ম্যাগডালিনা ফ্রেচ ও বিট্রিজ হাডাড মাইয়া জুটির কাছে হারলেন সানিয়া ও তাঁর চেক রিপাবলিকের পার্টনার লুসিয়ে হ্রাডেকা।
লন্ডনের কোর্ট ১৪-এ ইন্দো-চেক জুটি সানিয়া এবং হ্রাডেকা শুরু করেছিলেন ভালোই। প্রথম সেটে ব্রাজিলিয়ান-পোলিশ জুটিকে ৬-৪ সেটে হারিয়ে ছিলেন তাঁরা। তবে দ্বিতীয় এবং তৃতীয় সেটে সানিয়ারা ছন্দ হারান। দ্বিতীয় সেটে ৬-৪ এবং তৃতীয় সেটে সানিয়াদের দাঁড়াতে না দিয়েই ৬-২ ফলাফলে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান ফ্রেচ-মাইয়া জুটি। ২ ঘন্টা পাঁচ মিনিটের লড়াইয়ে ব্রাজিলিয়ান-পোলিশ জুটির পক্ষে ম্যাচের ফলাফল ৪-৬, ৬-৪, ৬-২।
২০১৫ সালের উইম্বলডন জয়ী সানিয়া এই ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করলেও তাঁর পার্টনার হ্রাডেকাকে এদিন ফিকে দেখায়। প্রতিপক্ষরা চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়কেই টার্গেট করেন। ডবলসে সানিয়ার লড়াই শেষ হলেও মিক্সড ডাবলসে এখনও সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার। আগামী কাল ম্যাট পেভিচের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডবলসে নামবেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন