নতুন চ্যাম্পিয়ন পেল উইম্বলডন। শনিবার মহিলাদের সিঙ্গলস ফাইনালে খেতাব জিতলেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্ড্রোউসোভা। গত ৬০ বছরে এই প্রথম অবাছাই হিসেবে উইম্বলডনে নেমে প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই টিউনিসিয়ার ওনস জাবেউরকে হারিয়ে তাঁর এই খেতাব জয়। তাঁর এই জয়ে তৈরি হল নতুন ইতিহাস। আজ রবিবার পুরুষদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ এবং কার্লোস আলকারেজ।
গত বছরের মত এবারেও খেতাবের কাছাকাছি এসেও খেতাব ছুঁতে পারলেন না বিশ্ব র্যাঙ্কিং-এ ৬ নম্বর স্থানে থাকা টিউনিসিয়ার জাবেউর। খেলার শেষে তিনি কান্নায় ভেঙে পড়েন। গত বছরেও তিনি উইম্বলডনের ফাইনালে পৌঁছেছিলেন। শনিবারের ম্যাচে মার্কেতা তাঁকে ৬-৪, ৬-৪-এ পরাজিত করেন।
বিশ্ব র্যাঙ্কিং-এ ৪২ তম স্থানে থাকা মার্কেতা ২০১৯-এ রোল্যা গারো তে ফাইনালে পৌঁছানোর পর ২০২০-র অলিম্পিকে নাওমি ওসাকার কাছে হেরে রুপো জয় করেন।
পরাজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনস জাবেউর বলেন, একটানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হার আমার কাছে খুবই যন্ত্রণার। যদিও আমার এই পরাজয়ের পরেও আমি আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমার লড়াই চালিয়ে যাবো। ২০২২ সালের ২৭ জুন নিজের ক্যারিয়ারের শীর্ষে ছিলেন ওনস। এইসময় তিনি বিশ্ব র্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে পৌঁছান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন