ওম্যানস সিঙ্গলসে উইম্বলডন পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার নিশ্চিত হয়েছে মহিলাদের সিঙ্গলসের দুই ফাইনালিস্ট। তাতিয়ানা মারিয়াকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে 'আরবের রানি' ওন্স জাবেউর। অন্য সেমিফাইনালে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে হারিয়ে চমক দিলেন কাজাখাস্তানের এলেনা রিবাকিনা।
জাবেউর এবং রিবাকিনা দুজনেই এই প্রথমবার কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে পৌঁছালেন। প্রথম আরব মহিলা হিসাবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন ওন্স জাবেউর। এবার ফাইনালে পৌঁছে সেই নজির আরও উন্নত করলেন তিউনিশিয়ার এই টেনিস তারকা। অন্যদিকে হালেপকে হারানো রিবাকিনা কাজাখাস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন। ২০১৫ সালে গারবিনে মুগুরুজার পর কনিষ্ঠতম মহিলা খেলোয়াড় হিসেবে মহিলা সিঙ্গলসের ফাইনালে উঠলেন রিবাকিনা।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে তাতিয়ানা মারিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছান জাবেউর। ম্যাচের ফলাফল তাঁর পক্ষে ৬-২, ৩-৬, ৬-১। ১৯৬৮ সালে পেশাদার টেনিস খেলোয়াড়দের গ্র্যান্ড স্ল্যামের অন্তর্ভুক্তির পর আফ্রিকার কোনও খেলোয়াড় ফাইনালে ওঠেননি। জাবেউরই প্রথম আরব মহিলা হিসাবে ফাইনালে উঠে নজির গড়লেন।
দ্বিতীয় সেমিফাইনালে ২০১৯ সালের চ্যাম্পিয়ন এবং চলতি উইম্বলডনের অন্যতম ফেভারিট সিমোনা হালেপকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলেন এলেনা রিবাকিনা। মাত্র ১ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়েই ৬-৩, ৬-৩ ব্যবধানে হালেপকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে ২৩ বছরের এলেনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন