২৮ আগষ্ট থেকে শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক্স। চলতি বছর ৮৪ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিতে চলেছেন প্যারালিম্পিক্সে। তাঁদের সঙ্গে যাচ্ছেন ৯৫ জন কোচ ও কর্মকর্তা। সব মিলিয়ে ১৭৯ সদস্যের ভারতীয় দল রওনা হয়েছে সোমবারই। সব থেকে বেশি সদস্যের টিম যাচ্ছে এবার। এর আগে কোনওদিন প্যারালিম্পিক্সে এত বড় ভারতীয় দল যায়নি।
জানা যাচ্ছে, ওই দলে অ্যাথলিট ছাড়া বাকি ৯৫ জনের মধ্যে ৭৭ জন কর্মকর্তা, ৯ জন মেডিক্যাল অফিসার আর ৯ জন গোটা শিবিরের কর্মকর্তা। ২৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক্স। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১২টি ইভেন্টে ভারতের মোট ৮৪ জন অ্যাথলিট অংশ নেবেন। ২০২১ সালে টোকিও প্যারালিম্পিক্সে ৯টি খেলায় ৫৪ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন।
সদস্য সংখ্যা ঘোষণার সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে বলা হয়েছিল, "কিছু প্যারা অ্যাথলিটের বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে দলে ব্যক্তিগত কোচদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শেফ দ্য মিশন বা দলের হেড কোচের নির্দেশে তাঁরা অন্যান্য অ্যাথলিটদেরও সাহায্য করবেন।"
এছাড়া কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে জানানো হয়েছে, একমাত্র শেফ দ্য মিশন ও একজন টিম ম্যানেজার থাড়া অংশগ্রহণকারী অ্যাথলিট, কর্মকর্তা ও কোচদের সমস্ত খরচ বহন করবে সরকার। একজন কর্মকর্তা বলেছেন, "যে কোনও প্যারা স্পোর্টসে অংশগ্রহণকারীদের অন্যান্য শারীরিকভাবে সক্ষম অ্যাথলিটদের চেয়ে বেশি কোচ ও সাপোর্ট স্টাফের প্রয়োজন হয়।"
জানা যাচ্ছে, শেফ দ্য মিশন ও টিম ম্যানেজার ছাড়া প্রত্যেকে দৈনন্দিন খরচ হিসাবে ৫০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ২০০ টাকা) করে পাবেন। তবে সব কর্মকর্তারা গেমস ভিলেজে থাকতে পারবেন না। তাঁদের জন্য বাইরে থাকার ব্যবস্থা করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন