সপ্তম বারের জন্য মহিলাদের এশিয়া কাপের খেতাব ঘরে তুললো টিম ইন্ডিয়া। শনিবার বাংলাদেশের সিলেটে এই টুর্নামেন্টের ফাইনালে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ৮ উইকেটে সহজ জয় তুলে নিলো হরমনপ্রীত বাহিনী। ভারতীয় বোলারদের দাপটে ফাইনালে মাত্র ৬৫ রানেই আটকে যায় দ্বীপরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে ৬৯ বল হাতে রেখেই দুর্দান্ত জয় তুলে নেয় ভারতের মহিলা ব্রিগেড।
শনিবার মেগা ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আর প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের কাছে বিধ্বস্ত হতে থাকেন লঙ্কান ব্যাটাররা। একসময় তাদের দলগত স্কোর ৫০ রান অতিক্রম করবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৬৫ রানে থামতে হয় চামরি আথাপাথুদের।
শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে সর্বোচ্চ ১৮* রান করেছেন দশ নম্বরে ব্যাট করতে নামা রনবীরা। তাঁর এই ইনিংসের দৌলতেই এশিয়া কাপের ফাইনালেথেকে কম রানের ইনিংস গড়ার লজ্জাজনক রেকর্ড কোনও রকমে এড়িয়ে গেল শ্রীলঙ্কা(২০১২ সালে টি-২০ ফর্ম্যাটের প্রথম মহিলা এশিয়া কাপের ফাইনালে ১৯.১ ওভারে ৬৩ রানে অল-আউট হয়েছিল পাকিস্তান)। এছাড়া দুই অঙ্কের স্কোর এসেছে রনসিংঘের(১৩) ব্যাট থেকে। বাকি ব্যাটাররা কেবল নামমাত্র মাঠে নামলেন।
ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত স্পেল করলেন রেনুকা সিং, রাজেশ্বরী গায়কওয়াড় এবং স্নেহ রানা। রেনুকা ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ টি উইকেট। ৪ ওভারে ১৬ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড় এবং ৪ ওভারে ১৩ রান খরচ করে দুটি উইকেট ঝুলিতে ভরেছেন স্নেহ রানা।
খেতাব জয়ের লক্ষ্যে মাত্র ৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মন্ধনার বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ৮.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। ২৫ বলে অপরাজিত ৫১* রানের ইনিংস খেলেন স্মৃতি। এছাড়া ১৪ বলে ১১* রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়েই ফেরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন