দক্ষিণ আফ্রিকায় সদ্য শেষ হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাইভোল্টেজ ফাইনালে স্বাগতিকদের হারিয়ে রেকর্ড ষষ্ঠ বারের মতো খেতাব ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। আগামী বছর এই টুর্নামেন্টের আসর বসছে বাংলাদেশে। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ২০২৪ উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করা আটটি দলকে চিহ্নিত করেছে।
বাছাই প্রক্রিয়া অনুসারে, প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সরাসরি স্বাগতিকদের সঙ্গে যোগ্যতা অর্জন করবে। এরপর স্বাগতিক দেশ ছাড়া র্যাংকিং-এ এগিয়ে থাকা দল সরাসরি জায়গা পাবে। সেই নিরিখে স্বাগতিক বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান সরাসরি জায়গা করে নিল আগামী বিশ্বকাপে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্রুপ-১-এর শীর্ষ তিন দল হল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, গ্রুপ-২ এর শীর্ষ তিন দল ইংল্যান্ড, ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই ছয় দলের পাশাপাশি পাকিস্তান টিকিট কাটলো সরাসরি। শীর্ষ ছয় দলের পর তাদের র্যাংকিং সবচেয়ে এগিয়ে। স্বাগতিক হিসেবে বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
এবারের টুর্নামেন্টে খেলা দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডই দুটি দল যারা সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। শ্রীলঙ্কা বর্তমানে র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছে, আর আয়ারল্যান্ড দশম স্থানে রয়েছে। ২০২৪ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে গ্লোবাল কোয়ালিফায়ার। সেখান থেকেই দশ দলিয় টুর্নামেন্টের অবশিষ্ট দুই দল জায়গা পাবে। অর্থাৎ, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডকে যোগ্যতা অর্জনের জন্য খেলতে হবে কোয়ালিফায়ার ম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন