Women's World Boxing Championship: ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করলেন নীতু ঘাংহাস

২২ বছর বয়সী হরিয়ানার বক্সার কোয়ার্টার ফাইনালে জাপানের মাদোকা ওয়াদার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের আরএসসি (রেফারি স্টপস কনটেস্ট) জয়লাভ করেন।
নীতু ঘাংহাস
নীতু ঘাংহাসছবি - সংগৃহীত
Published on

মহিলাদের চলতি বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশীপে ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করলেন নীতু ঘাংহাস (৪৮ কেজি)। বুধবার কমনওয়েলথ গেমসে সোনা জয়ী বক্সার নীতু পৌঁছে গেলেন সেমিফাইনালে। এই জয়ের সাথে সাথেই নিজের এবং দেশের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন তিনি।

২২ বছর বয়সী হরিয়ানার বক্সার তাঁর কোয়ার্টার ফাইনালে জাপানের মাদোকা ওয়াদার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের আরএসসি (রেফারি স্টপস কনটেস্ট) জয়লাভ করেন। আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামা নীতুর মুষ্ঠির আঘাতে ধরাশায়ী হন প্রতিপক্ষ। রেফারি বাউট থামাতে বাধ্য হন।

নীতু রাউন্ড অফ ষোলোর লড়াইয়েও আরএসসির সাথে জয়লাভ করেছিলেন। তাজিকিস্তানের সুমাইয়া কোসিমোভাকে প্রথম রাউন্ডেই হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। চলতি বিশ্বচ্যাম্পিয়নশীপে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। সোনা জেতার জন্য তাঁর অভিপ্রায় স্পষ্ট।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের (৪৮ কেজি) বিভাগে ইংল্যান্ডের ডেমি-জেডকে হারিয়ে সোনা জিতেছিলেন নীতু। ব্রিটিশ প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি হরিয়ানার বক্সার। বুদ্ধিমত্তার সঙ্গে গেমে প্রথম থেকে লিড ধরে রেখে বাজিমাত করে যান নীতু ৷ ম্যাচের ফলাফল ছিল ৫-০। এবার বিশ্বচ্যাম্পিয়নশীপেও তাঁর হাত ধরে সোনা জয়ের স্বপ্ন দেখছে ভারত।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন (৫০ কেজি), সাক্ষী চৌধুরী (৫২ কেজি), মনীষা মাউন (৫৭ কেজি), জ্যাসমিন ল্যাম্বোরিয়া (৬০ কেজি), লভলিনা বোরগোহাইন (৭৫ কেজি), স্যুইটি বুরা (৮১ কেজি) এবং নুপুর শিওরন (৮১ কেজি) সহ সাতজন ভারতীয় বক্সার আজকেই শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য লড়াইয়ে নামবেন।

নীতু ঘাংহাস
বিশ্বকাপের জন্য কেন্দ্রকে প্রায় হাজার কোটি দেবে বিসিসিআই! কিন্তু কেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in